Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘানার পার্লামেন্টে ইংরেজিতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী (Modi sets off buzz in Ghana Parliament) ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে বর্ণনা করেন এবং উল্লেখ করেন যে দেশে ২,৫০০ টিরও বেশি রাজনৈতিক দল রয়েছে।
গণতন্ত্রের মাতৃভূমি হিসেবে ভারতের পরিচয় তুলে ধরলেন মোদী (Modi sets off buzz in Ghana Parliament)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘানার সংসদে বৃহস্পতিবারের ভাষণে এক মজার ও চমকপ্রদ মুহূর্ত দেখা যায় (Modi sets off buzz in Ghana Parliament)। যখন তিনি বলেন, “ভারতে ২,৫০০টিরও বেশি রাজনৈতিক দল রয়েছে।” এই কথা বলেই তিনি কিছুক্ষণ থেমে হেসে ফেলেন, আর সেইসঙ্গে সংসদ কক্ষে কৌতুকের গুঞ্জন শুরু হয়। তিনি আবার বলেন, “আমি আবার বলছি, ২,৫০০টি রাজনৈতিক দল!” এই কথার পর ঘানার সংসদ সদস্যদের মধ্যে আরও জোরে প্রতিক্রিয়া দেখা যায়। প্রধানমন্ত্রী মোদী ঘানার সংসদে ইংরেজিতে বক্তৃতা দেন।
গণতন্ত্র নিয়ে বক্তব্যে ভারতের সাংস্কৃতিক মেরুদণ্ডের কথা (Modi sets off buzz in Ghana Parliament)
গণতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত হলো “গণতন্ত্রের জননী” (Modi sets off buzz in Ghana Parliament)। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় স্বচ্ছতা ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “প্রকৃত গণতন্ত্র বিতর্ক ও আলোচনাকে উৎসাহ দেয়। এটি মানুষকে ঐক্যবদ্ধ করে, মর্যাদা রক্ষা করে এবং মানবাধিকারের পক্ষে কাজ করে।” এরপর তিনি হিন্দিতে বলেন, “আমাদের কাছে গণতন্ত্র কোনো ব্যবস্থা নয়, এটি আমাদের সংস্কার।” পরে তিনি এর ইংরেজি অনুবাদ দেন— “For us, democracy is not just a system, it is a part of our fundamental values.”
আরও পড়ুন: Big Beautiful Bill Passed: ট্রাম্পের নতুন কর আইন ও সুরক্ষা হ্রাস! আমেরিকায় এক নতুন বাস্তবতা
ভারতের বৈচিত্র্য এবং গণতান্ত্রিক কাঠামোর শক্তি
প্রধানমন্ত্রী মোদী ভারতের বৈচিত্র্যকে দেশের গণতান্ত্রিক শক্তির মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “২০টি ভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে সরকার চালাচ্ছে, ২২টি সরকারি ভাষা রয়েছে, হাজার হাজার উপভাষা। এই বৈচিত্র্যের কারণেই যারা ভারতে এসেছে, তারা সব সময় উষ্ণ অভ্যর্থনা পেয়েছে।” তিনি আরও বলেন, “এই একই মনোভাব ভারতীয়দের যেখানেই যান, সহজে মিশে যেতে সাহায্য করে।”
‘২,৫০০ রাজনৈতিক দল’ নিয়ে হাসির রোল
প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ হওয়ার পরে ঘানার সংসদের স্পিকার আলবান কিংসফোর্ড সুমানা বাগবিনও মোদীর উল্লেখিত সংখ্যাটি, “২,৫০০ রাজনৈতিক দল”, পুনরাবৃত্তি করেন। তাঁর এই মন্তব্যে ঘানার সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল ওঠে, এমনকি প্রধানমন্ত্রী মোদী নিজেও হাসেন। বক্তৃতা শেষে মোদী ঘানার সংসদ সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাঁদের সঙ্গে করমর্দন করেন।
আরও পড়ুন: Europe Heat Situation: তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, জুলাইতেই নাকাল জনজীবন!
তিন দশকে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, আফ্রিকা-ল্যাটিন আমেরিকা সফরে মোদী
প্রধানমন্ত্রী মোদীর এই ঘানা সফর গত তিন দশকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। এটি তাঁর পাঁচ-দেশীয় সফরের অংশ। ঘানা সফর শেষে মোদী ৩ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত ত্রিনিদাদ ও টোবাগো সফর করবেন। এরপর তিনি ৪ থেকে ৫ জুলাই আর্জেন্টিনা যাবেন। তারপর ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলা ১৭তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন এবং এক রাষ্ট্রীয় সফরেও অংশ নেবেন। সফরের শেষ ধাপে প্রধানমন্ত্রী মোদী নামিবিয়া যাবেন।