ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ (Bangladesh)। এই দিনটি পালন করা হয় ১৯৭১ সালের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে, যখন ভারতের সামরিক সহায়তার জন্য বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে পৃথক হয়ে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। আর এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উল্লেখ নেই ‘বঙ্গবন্ধু’(Bangladesh)
পাকিস্তানে কারাবন্দি ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানকে মুক্তির দাবিতে স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিলেন মুক্তিযোদ্ধারা। তারপর দীর্ঘ ন’মাসের মরণপণ যুদ্ধে জয় আসে, আসে স্বাধীনতা। সেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, অথচ সেখানে উল্লেখ নেই জাতির জনকই, যিনি জান-প্রাণ লড়িয়ে দিয়েছিলেন স্বাধীনতার জন্য। বাংলাদেশের(Bangladesh) স্বাধীনতা দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস একবারও উল্লেখ করলেন না বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাম। যে দিন মুজিবের নাম উল্লেখ না রেখে স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশ, সেই দিনই স্বাধীনতা দিবস উপলক্ষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে শুভেচ্ছা জানান।
চিঠিতে কী কী লিখলেন মোদী?(Bangladesh)
বাংলাদেশে(Bangladesh) ভারতের হাই কমিশনের তরফে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি প্রকাশ করা হয়েছে। সেই চিঠিতে লেখা, “এই দিনটি আমাদের দুই দেশের ইতিহাস ও ত্যাগের দলিল। যা আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত তৈরি করেছে। বাংলাদেশের মুক্তিযুক্ত সব সময় আমাদের সম্পর্কের পথপ্রদর্শক আলো। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” চিঠিতে প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে অব্যাহত থাকবে।”
আরও পড়ুন: Donald Trump: আমেরিকায় নিষিদ্ধ ওষুধ পাঠাচ্ছে চিন ও ভারত, বিতর্ক তুঙ্গে!
ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতিতে উদ্বিগ্ন দুই দেশ
সম্প্রতি যেভাবে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে, তা নিয়ে উদ্বিগ্ন দুই দেশই। সেখানেই স্বাধীনতা দিবসে শান্তি ও স্থিতিশীলতার কথাই মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্য নিয়ে আমাদের অংশীদারি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: US Tax: আমেরিকায় গাড়ি বিক্রিতে ২৫ শতাংশ শুল্ক! কতটা প্রভাব পড়বে ভারতের উপরে?
বাংলাদেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন দ্রৌপদী মুর্মুও
কূটনৈতিক শিবির মনে করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী মোদী মনে করিয়ে দিয়েছেন ১৯৭১ সালের যুদ্ধে ভারতের ভূমিকার কথা। বর্তমান পরিস্থিতিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে দু’দেশের মধ্যে দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেছেন।