Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আধুনিক ক্রিকেটে আগ্রাসন আর বিরাট কোহলি যেন সমার্থক। সেই মন্ত্রেই মাঠে চমক দিয়েছেন আর এক ভারতীয় তারকা (Mohammed Siraj)। সেই কথাই নিজে জানালেন তিনি।
‘মাঠে প্রতিপক্ষ মানেই শত্রু’ (Mohammed Siraj)
একসময় ক্রিকেট বিশ্ব দেখেছে মাঠে অস্ট্রেলিয়ার দাপট। সময় পাল্টেছে, খেলার গতিপথও পাল্টেছে তার হাত ধরে। আধুনিক সময়ে দাঁড়িয়ে আগ্রসনের কথা প্রসঙ্গে যার নাম সবার আগে আসে তিনি আর কেউ নন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। বরাবরই তাকে মাঠে দেখা গেছে বিপক্ষের চোখে চোখে রেখা ম্যাচ পরিচালনা করতে (Mohammed Siraj)।
ব্যাট হাতেও একই দাপটের সাথে ম্যাচ জিতিয়েছেন ‘কিং কোহলি’। টেস্ট ক্রিকেটে তাঁর আগ্রাসন সবচেয়ে বেশি দেখা গিয়েছে। দেশ হোক বা বিদেশের মাটি, বিরাট সবসময় আগ্রাসী মনোভাব দেখিয়ে বিপক্ষকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। তার অধিনায়ক থাকাকালীনই ভারতীয় দলে অভিষেক হয় সিরাজের (Mohammed Siraj)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও সিরাজ খেলেছিলেন বিরাটের অধিনায়কত্বে। ফলে শুরু থেকেই যেন বিরাটের ছায়া সঙ্গী হয়ে থেকেছেন সিরাজ। সম্প্রীতি এক সাক্ষাৎকারে সিরাজ বলেন ‘আমি বিরাট কোহলির কাছ থেকে একটা নির্দিষ্ট বিষয় শিখেছি (Mohammed Siraj)। সেটা হলো আক্রমণাত্মক মেজাজে লড়াই করার মানসিকতা। মাঠে বিপক্ষ ওর কাছে শত্রু। কিন্তু মাঠের বাইরে ভাল করে কথা বলে। এই আগ্রাসনটা আমি পছন্দ করি।’

আরও পড়ুন : Indian Passport: নীল, সাদা, লাল-ভারতের তিন রঙের পাসপোর্টের রহস্য কী?
সিরাজ আরও বলেন যে তার বোলিং আগ্রাসন সেখান থেকেই আসে। তিনি বলেন ‘আমি মাঠে আগ্রাসন দেখতে না পারলে বোলিং করতে পারবো না। পেসারের আগ্রাসন দেখাতেই হয়। আমার আর কোহলির ভাল বন্ডিং আছে।’

কদিন আগেই শেষ হয়েছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ। যেখানে সিরাজের বোলিংয়ের সামনে দাঁড়ানোটাই কঠিন হয়ে গেছিল ইংল্যান্ডের। সিরাজের বোলিংয়ের উপর ভরসা করে শেষ ম্যাচ জিতে ভারত সিরিজ ড্র করেছে। তবে ইংল্যান্ড দলের সাথে ঝামেলায় জড়াতেও দেখা যায় সিরাজকে (Mohammed Siraj)।