ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero) ধারাবাহিক। যেখানে জুটি বেঁধেছেন রুবেল দাস (Rubel Das) এবং মোহনা মাইতি (Mohona Maiti)। এই ধারাবাহিকের একটি প্রোমোতে দেখা গিয়েছিল দেবকে (Dev) । যেখানে দেবকে বলতে শোনা যায়, দীপক থেকে দেব হয়ে ওঠার রাস্তাটা সহজ ছিল না। তারপরে এন্ট্রি নেন গল্পের শাক্যজিৎ ওরফে রুবেল দাস। একটা সময় দেবের ছবি দেখার জন্য পাগল ছিলেন মোহনা। এখন সেই দেব তার ধারাবাহিকের প্রমোশন করলেন। অভিনেত্রীর এই অভিজ্ঞতা কেমন ছিল? একটা সময় দেবের জন্য খাট ভেঙেছিলেন মোহনা। এমনই নানান কথা তিনি শেয়ার করেছেন ট্রাইব টিভির সঙ্গে।
ছোট থেকেই দেবের ফ্যান (Mohona Maiti)
ছোট থেকেই মোহনা (Mohona Maiti) দেবের ভীষণ বড় ফ্যান। বর্তমানে মোহনার বয়স প্রায় ১৯ বছর। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তবে টলিপাড়ায় বহুদিন ধরে অভিনয় করছেন। ‘তুই আমার হিরো’ নিয়ে জি বাংলায় তাঁর তিন নম্বর ধারাবাহিক। এর আগের দুটি ধারাবাহিক বেশ জনপ্রিয় ছিল। একটা সময় দেবকে দেখার জন্য বাবার কাছে বারংবার অনুরোধ করতেন। আর আজ, অভিনেত্রীর বাবার বলা কথা সত্যি হয়েছে।
দেবের গানে নাচ (Mohona Maiti)
ছোটবেলা থেকে দেবের ভীষণ বড় ভক্ত মোহনা (Mohona Maiti)। ট্রাইব টিভিতে অকপটে স্বীকার করলেন, ” দেবদার গানে আমি নেচে খাট ভেঙেছি। সিরিয়াসলি, আমি একটা সময় দেবদার গানে নাচতাম এবং খাটও ভেঙে গিয়েছে। বাবাকে বলেছিলাম, আমি দেবদার সঙ্গে দেখা করব। আমাকে তুমি মেকআপ রুমে নিয়ে চলো। বাবা বলেছিল, আমার পক্ষে তো সেটা সম্ভব নয়। আমি কি করে মেকআপ রুমে নিয়ে যাব?”

আরও পড়ুন: Filmfare Awards Bangla 2025: ফিল্মফেয়ারে শুভশ্রীর প্রশংসায় গদগদ মিমি! কেমন ছিল তারকাদের রূপের ঝলক?
সত্যি হয়েছে বাবার কথা
দেবকে দেখার জন্য এবং আলাপ করার জন্য মোহনার মনের জেদ ছিল ভীষণ। অভিনেত্রীর কথায় “আমার জেদ ছিল, আমাকে নিয়ে যেতেই হবে। তখন আমার বাবা আমাকে একটা কথা বলেছিল যে, দেখবে তুমি একদিন এমন বড় হবে, দেব দার সাথে তোমার এমনিই দেখা হবে। তার জন্য কোনও অনুমতি প্রয়োজন পড়বে না। আমার তখন কিন্তু স্বপ্ন দেখার বয়স হয়নি। কিন্তু বাবার সেই কথা মিলে গিয়েছে। আমার সিরিয়ালের প্রমোশন দেব দা করেছে। এটা খুব বড় ব্যাপার আমার কাছে। আমি এটা ভাবতেই পারিনি। যখন সেটে স্যাররা বলছিলেন, জানিস? দেব দার সঙ্গে প্রমোশন আছে। আমি তো পুরো হতবাক হয়ে গিয়েছিলাম।”

আরও পড়ুন: Shambhavi Chatterjee: বলিউডে প্রসেনজিতের বোন প্রাইমা, দাদার সাথে সম্পর্ক কেমন?
মোহনার উত্থান
প্রসঙ্গত, মোহনার উত্থান ‘ডান্স বাংলা ডান্স’ থেকে। তারপর ‘গৌরী এলো’ ধারাবাহিকে প্রথম ব্রেক পান। তখন মোহনা দশম শ্রেণীর ছাত্রী। তারপর সিঙ্গেল মায়ের ভূমিকায় দেখা যায় ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে। আর এখন তাঁকে দেখা যাচ্ছে ‘তুই আমার হিরো’তে।