ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একদিকে বোর্ড পরীক্ষার চাপ তো অপরদিকে টানা ১০ থেকে ১৪ ঘণ্টা শুটিং (Mohona Maiti)। তার মাঝে পরীক্ষা দেওয়া মুখের কথা নয় । ‘তুই আমার হিরো’র (Tui Amar Hero) নায়িকা মোহনা মাইতির (Mohona Maiti) দ্বাদশ শ্রেণির রেজাল্ট (Result) কেমন হল? পরীক্ষার পরে ট্রাইব টিভির এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পরীক্ষার সময় বেশ চাপের মধ্যে ছিলেন। সারাদিন শুটিং করতেন, আর রাতে ফিরে বই পড়তেন। ভোর তিনটে থেকে চারটে পর্যন্ত। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে আবার শুটিং যেতেন। অর্থাৎ শুটিং আর পড়াশোনা একই সাথে করে গেছেন অভিনেত্রী।
স্কুলের সাপোর্ট (Mohona Maiti)
ব্যারাকপুরে সেন্ট্রাল মডেল স্কুলে পিওর সাইন্সের ছাত্রী অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maiti)। দশম শ্রেণী থেকে এই স্কুলে পড়েন। সাধারণত স্কুলে উপস্থিতির নির্দিষ্ট পার্সেন্টেজ না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হয় না। কিন্তু এ ক্ষেত্রে স্কুল তাকে সাপোর্ট করেছে। নোট নেওয়ার সময় স্কুলে যেতেন। পরীক্ষার আগের কয়েকদিন ছুটি পেয়েছিলেন। আবার এমনও দিন গিয়েছে যে পরীক্ষার পরেই ফিরে এসেছেন শুটিং ফ্লোরে। প্রত্যেকটি পরীক্ষার জন্য প্রস্তুতি বেশ ভালই ছিল। তবে পরীক্ষা দেওয়ার পাশাপাশি কাজ চালিয়ে যাওয়া একটু চাপের।
রেজাল্ট কেমন হল? (Mohona Maiti)
পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে অভিনেত্রীর (Mohona Maiti)? শোনা যাচ্ছে, মোহনা ছাত্রী হিসেবে পড়াশোনায় যতটা ভালো সেই হিসাবে রেজাল্ট হয়নি। তবে ভালই রেজাল্ট হয়েছে। আপাতত পার্সেন্টেজ সকলের সামনে বলতে চাননি। তবে পড়াশুনা নিয়ে কখনই তার মা-বাবা চাপ দেননি। তাঁর যেটা ভালো লাগে, সেটাই তিনি করতেন।
আরও পড়ুন: Shooting Ban in Turkey: বন্ধ শুটিং, তুরস্কের বিরুদ্ধে কড়া ভারত! কোন ভুলে এমন পরিণতি?
কী নিয়ে পড়বেন?
পড়াশোনার পাশাপাশি মোহনা অভিনয়ও করে যেতে চান। তার অভিনয় করতে খুবই ভালো লাগে। অভিনেত্রী এই পেশাকে ভীষণ ভালোবাসেন। লিটারেচার কিংবা সায়েন্স যে কোনও একটা দিকে এগোবেন। তবে কোনটা বেছে নেবেন, এখনও ঠিক করেননি। মা-বাবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। সাথে অভিনয়ের পাশাপাশি কোন বিষয় নিয়ে পড়লে সুবিধা হবে, সেটাও ভেবে ঠিক করবেন।
রুবেলের সাথে জুটি
২০১১ ‘ডান্স বাংলা ডান্সে’র প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন সকলের। প্রথম ধারাবাহিক ‘গৌরী এলো’। আর এই ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রীর অভিনয় দুনিয়ায় পা দেওয়া। বর্তমানে ‘তুই আমার হিরো’তে আরশির ভূমিকায় অভিনয় করছেন। জুটি বেঁধেছেন রুবেলের সাথে।
আরও পড়ুন: Mirza 2: অঙ্কুশের সিনেমায় বাদ ঐন্দ্রিলা! কবে আসছে মির্জা ২ ?
অভিনয়ই কেরিয়ার
মোহনা আপাতত পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে চান। তাছাড়া মোহনা অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি আরশি চরিত্রে দর্শকদের কাছ থেকে বেশ ভালই প্রশংসা কুড়োচ্ছেন তিনি। টলিপাড়ায় মোহনার যে একটা পোক্ত জায়গা তৈরি হয়ে গিয়েছে, প্রতিটা ধারাবাহিকের সাফল্য দেখেই তা বোঝা যায়।