ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের বিজয়রথ অব্যাহত। বুধবার যুবভারতীতে পঞ্জাব এফসি-কে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি আইএসএলের প্লে-অফে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan beats Punjab FC)। জোড়া গোল করলেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। অপর গোলটি লিস্টন কোলাসোর। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই লিগ শিল্ড খেতাব জয়ের আরও কাছে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। সেই সঙ্গে চলতি আইএসএলে টানা ৯ হোম ম্যাচে জয়ের নজিরও গড়ল হোসে মোলিনার দল।
দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে মোহনবাগান (Mohun Bagan beats Punjab FC)
বুধবার যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য রেখেই জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম লেগেও এই পঞ্জাবকে ৩-১ গোলে হারিয়েছিল মোহনবাগান। তবে বুধবার ম্যাচের প্রথমার্ধে দুই দলই বিরক্তিকর ফুটবল উপহার দিয়েছে। কোনও দলই সেইভাবে কোনও সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে খেলায় গতি আসে। ৫৫ মিনিটে ম্যাচে প্রথম এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল পঞ্জাব। আর্জেন্টাইন মিডফিল্ডার ভিদালের পাশ থেকে মোহনবাগান বক্সে বল পেয়ে যান পঞ্জাবের ফরওয়ার্ড পেত্রোস গিয়াকৌমাকিস। তাঁর জোরালো শট বার পোস্টে লেগে ফিরে আসে। পঞ্জাবের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করাটা মনে হয় তাতিয়ে দিয়েছিল সবুজ-মেরুন ফুটবলারদের। এরপরই যেন খোলস ছেড়ে বেরোয় মোহনবাগান। আর তাতেই ছারখার হয়ে গেল পঞ্জাব (Mohun Bagan beats Punjab FC)।
৫৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে মোহনবাগানকে এগিয়ে দেন অজি তারকা জেমি ম্যাকলারেন। ডানদিক থেকে দিপেন্দ্যু বিশ্বাসের ক্রস বক্সের মধ্যে ট্যাপ করে নামিয়ে চলতি বলেই ডান পায়ে জোরালো শট নেন ম্যাকলারেন। পঞ্জাব গোলরক্ষক রবি কুমার কিছু বুঝে ওঠার আগেই বল জড়িয়ে যায় জালে। এরপর একের পর এক সবুজ-মেরুন আক্রমণ আছড়ে পড়ে পঞ্জাবের বক্সে। ৬০ মিনিটে দ্বিতীয় গোলটিও প্রায় পেয়ে গিয়েছিল মোহনবাগান (Mohun Bagan beats Punjab FC)। দীপক টাংরির ক্রস থেকে বক্সের ভিতর বল ধরে গোল লক্ষ্য করে বাঁ পায়ে জোরালো শট জেমি। বাঁদিকে ঝাঁপিয়ে দুরন্ত তৎপরতায় নিশ্চিত দুর্গ পতন সেভ করেন পঞ্জাব গোলরক্ষক রবি কুমার।
![](https://tribetv.in/wp-content/uploads/2025/02/Mohun-bagan-1024x616.jpg)
তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে। ৬৩ মিনিটে মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন লিস্টন কোলাসো। অভিষেক সূর্যবংশীর হেড ধরে পঞ্জাব বক্সের বাইরে থেকে প্রায় জিরো ডিগ্রী অ্যাঙ্গেল থেকে লিস্টনের বাঁক খাওয়ানো শট সরাসরি গোলে ঢুকে যায় (Mohun Bagan beats Punjab FC)। যদিও প্রথমে মনে হয়েছিল লিস্টনের শটে শেষ মুহূর্তে পা ছুঁইয়ে ছিলেন গ্ৰেগ স্টুয়ার্ট। কিন্তু লিস্টনকেই দেওয়া হয় গোলটি। ম্যাচের অন্তিম মুহূর্তে ৯০ মিনিটের মাথায় সবুজ-মেরুনের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাকলারেন। পঞ্জাব গোলরক্ষক রবি কুমার ব্যাক পাশ করলে বক্সের মধ্যে সেই বল কেড়ে ম্যাকলারেনকে পাশ বাড়ান স্টুয়ার্টের পরিবর্ত হিসেবে মাঠে নামা জেসন কামিংস। বক্সের মাঝখান থেকে জোরালো শটে গোল করে যান জেমি। চলতি আইএসএলে মোহনবাগানের হয়ে সর্বাধিক সাত গোল করে ফেললেন অজি বিশ্বকাপার।
উচ্ছ্বসিত মোহনবাগান সচিব (Mohun Bagan beats Punjab FC)
দলের এই জয় এবং প্লে-অফে পৌঁছে যাওয়ায় উচ্ছ্বসিত মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। লিগশিল্ড খেতাব যে এবারও ক্লাবে আসছে, সে ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। সেইসঙ্গে দলের বাঙালি তরুণ ডিফেন্ডার দিপেন্দ্যু বিশ্বাসেরও আলাদা করে প্রশংসা করলেন তিনি। (Mohun Bagan beats Punjab FC) মোহনবাগান যে ভালো মানের বাঙালি খেলোয়াড় তৈরি করছে, তার প্রমাণ দিপেন্দ্যু বলেই জানিয়ে দিলেন মোহনবাগান সচিব। বুধবারই ক্যামেরুনের জাতীয় দলের ফরওয়ার্ড রাফায়েল মেসি বউলিকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। সেই নিয়েও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে খোঁচা দিতে ছাড়লেন না তিনি।
আরও পড়ুন: ISL Derby: আইএসএলের মিনি ডার্বিতে মুখোমুখি মোহনবাগান-মহমেডান
দেবাশিস দত্ত বলেন, ‘পয়েন্ট টেবিলের দুই,তিন, চারে যারা আছে তাদেরকেই আমরা প্রতিপক্ষ বলে মনে করি। যারা ১১ নম্বরে রয়েছে তারা কোন প্লেয়ারকে সই করালো সেই নিয়ে আমরা ভাবতে চাই না।’ দেবাশিস দত্ত আরও যোগ করেন, ‘অনেকে অভিযোগ করে আমরা নাকি রেফারি ম্যানেজ করে জয় পাচ্ছি। সেটা যে ভুল, তা আজকের ম্যাচেই প্রমাণ হয়ে গেল।’ তবে ১৫ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টারসে বিরুদ্ধে পরবর্তী অ্যাওয়ে ম্যাচের আগে লম্বা বিরতি দলের এই ছন্দে কিছুটা ব্যাঘাত আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে গেলেন মোহন সচিব।
![](https://tribetv.in/wp-content/uploads/2025/02/Mohun-bagan-1-1024x616.jpg)
দলের জয়ে খুশি গ্ৰেগ স্টুয়ার্ট থেকে শুরু করে পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত খেলা তরুণ বাঙালি ডিফেন্ডার দিপেন্দ্যু বিশ্বাস থেকে শুরু করে অধিনায়ক শুভাশিস বোস। ম্যাচ শেষে স্টুয়ার্ট তো মজা করে বলেই ফেললেন, গোলটা লিস্টন নয়, তিনিই করেছেন। তবে দল তিন পয়েন্ট পেয়েছে, তাতেই খুশি তিনি। তবে লম্বা বিরতিতে দলের ছন্দপতন হবে না বলেই মনে করছেন স্টুয়ার্ট। সকলে তরতাজা হয়ে মাঠে নামার সুযোগ পাবে বলেই মনে করছেন তিনি( Mohun Bagan beats Punjab FC)। অধিনায়ক শুভাশিস বোসেরও একই মত। চোট আঘাত সারিয়ে গোটা দল আবার তরতাজা হয়ে মাঠে নামবে বলেই মনে করছেন তিনি। সেইসঙ্গে দলের তরুণ ডিফেন্ডার দিপেন্দ্যুর প্রশংসাও করলেন লিগশিল্ড খেতাব জেতা নিয়ে আত্মবিশ্বাসী বাগান অধিনায়ক। দলের জয় অবদান রাখতে পেরে খুশি দীপেনন্দ্যুও। দল তার ওপর যে ভরসা রেখেছে, কঠোর পরিশ্রম করে তার সম্মান রাখতে পেরে খুশি বলেই জানালেন সবুজ-মেরুনের তরুণ বাঙালি ডিফেন্ডার।