ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্রাম কাটিয়ে বিধ্বস্ত জামশেদপুরের বিরুদ্ধে শনিবার যুবভারতীতে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট (Mohun Bagan)। পুরনো ছন্দ ধরে রেখে ঘরের মাঠে পঞ্চম জয় তুলে নিতে মুখিয়ে সবুজ মেরুন ব্রিগেড। অপরদিকে জোড়া বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে কামব্যাকেই ফোকাস ইস্পাতনগরী দলের। তবে জয় পাওয়া নিয়ে আশাবাদী মোহনবাগান।
প্রায় ২ সপ্তাহের বিশ্রাম সপ্তাহ কাটিয়ে শনিবার ঘরের মাঠ যুবভারতীতে আইএসএল (ISL 2024-25 ) অভিযানে আবার নামছে মোহনবাগান সুপারজায়ান্ট (Mohun Bagan)। প্রতিপক্ষ জামশেদপুর। শেষ দুই ম্যাচে চেন্নাইন ও নর্থ ইস্টের কাছে ১০ গোল হজম করে মোহনবাগানের বিরুদ্ধে নামছে জামশেদপুর (Jamshedpur FC)। তার ওপর শেষ ম্যাচে লাল কার্ড দেখায় শনিবার যুবভারতীতে দলের সঙ্গে রিজার্ভ বেঞ্চে থাকতে পারবেন না হেড কোচ খালেদ জামিল। পারফর্মেন্সের দিক থেকে তো বটেই মানসিকভাবেও বিধ্বস্ত দলটা। তাই সেই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় মোহনবাগান। শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ড্র করলেও শনিবার পঞ্চম জয়টা তুলে নিতে চাইছেন সবুজ মেরুন কোচ হোসে মোলিনা।
আরও পড়ুন: IPL Auction 2025: আসছে আইপিএল-এর মেগা অকশন! নজরে যে ৫ আনক্যাপড খেলোয়াড়
আরও পড়ুন: Champions Trophy 2025: পাক অধিকৃত কাশ্মীরে ট্রফি ট্যুরের বিরোধিতা ভারতের! সূচী বদল পিসিবি-র
আশীস রাই ছাড়া পূর্ণ শক্তির দলকেই যে জামশেদপুরের বিরুদ্ধে নামাবেন তা জানিয়ে দিলেন সবুজমেরুন কোচ। অনিরুদ্ধ থাপা, আশিক কুরেনিয়ান, শাহাল সম্পূর্ণ ফিট। তবে শনিবারের ম্যাচে দলের গেম মেকার গ্রেগ স্ট্রুয়ার্টকে ছাড়াই মাঠে নামার ইঙ্গিত দিয়ে রাখলেন মলিনা। প্রতিপক্ষ বিধ্বস্ত হলেও তাদেরকে হাল্কা ভাবে নিতে নারাজ সবুজ মেরুন (Mohun Bagan) কোচ। তাদের বিরুদ্ধে জামশেদপুর (Jamshedpur FC) রক্ষণ আঁটসাঁট করবে, বলেই মনে করছেন তিনি। তাই কঠিন ম্যাচ হলেও জয় পাওয়া নিয়ে দলের ফুটবলারদের ওপর আস্থা রাখছেন মোলিনা। দল যেখানে শেষ করেছিল শনিবার সেখান থেকে শুরু করবে বলেই আশাবাদী সবুজ মেরুন কোচ।
জামশেদপুরকে হাল্কাভাবে নিতে নারাজ লিস্টন কোলাসো। যেকোনও দলই মোহনবাগান-ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বাড়তি তাগিদ নিয়ে ফুটবল খেলে বলেই মত সবুজমেরুন ফুটবলারের। তবে জয় পাওয়া নিয়েও আশাবাদী লিস্টন।
আরও পড়ুন: Mamata Banerjee: মূল্য বৃদ্ধি রুখতে প্রশাসনিক রদ বদল, মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ!
শেষ যে দুই ম্যাচ যে তাদের কাছে বিভীষিকা ছিল এবং দল যে চূড়ান্ত ব্যর্থ, তা স্বীকার করে নিয়েছেন হেড কোচ খালেদ জামিলের জায়গায় শনিবার জামশেদপুরের স্টপ গ্যাপ কোচ স্টিফেন ডায়াস। অল্প দিনের এই বিরতিতে ফুটবলাররা ভুলভ্রান্তি সোদরাতে কঠোর পরিশ্রম করেছে। মোহনবাগানকে (Mohun Bagan) কঠিন প্রতিপক্ষ মেনে নিয়েও শনিবার দল যে ঘুরে দাঁড়াতে মরিয়া তা জানিয়ে দিলেন ডায়াস। খেলোয়ার হিসেবে মোহনবাগান-ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুরন্ত পারফর্মেন্স করেছেন। এবার কোচ হিসাবেও মোহনবাগানকে আটকাতে চাইছেন। এক বা তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে শনিবার দল নামাতে চাননা। পরিস্থিতি অনুযায়ী ভালো ফুটবল খেলাতেই জোর দিচ্ছে জামশেদপুরের (Jamshedpur FC) কোচ।
শেষ দুই ম্যাচেই ৫টি করে গোল হজম করেছে জামশেদপুর। শনিবার যুবভারতীতে (ISL 2024-25 ) মোহনবাগান কী করে সেটাই দেখার। ৩ গোলের বেশি ব্যবধানে ম্যাচ জিতলেই ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ১ নম্বরে চলে যাওয়ার সুযোগ রয়েছে মোহনবাগানের কাছে।