Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা লিগের সময়সূচি নিয়ে ফের সংঘাতে মোহনবাগান ও IFA-এ। লিগের বাকি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন দল (Football)।
মোহনবাগান IFA বিতর্ক (Football)
আগামী ১৩ অগস্ট মেসারার্সের বিরুদ্ধে মাঠে নামার কথা সবুজ মেরুন দলের। কিন্তু তারা সেই মাস খেলবে না বলেই জানিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এরকম ঘটনা আগেও ঘটেছে যার ফলে ডার্বিতেও দল নামায় নি মোহনবাগান। IFA-র সাথে খেলার সূচি নিয়েই শুরু এই বিবাদের, যার জেরে আগামীতে কোন খেলায় আবার দেখা যাবে সবুজ মেরুন ব্রিগেডকে সেই নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা।
মোহনবাগানের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ইস্টবেঙ্গলকে বাড়তি সুবিধা পায়িয়ে দিতে এবং তাদের পাঠ মসৃন করতেই নাকি এরকম সূচি বানানো হয়েছে (Football)।
মোহনবাগানের ১৬ জন প্লেয়ার নথিভুক্ত রয়েছেন ডুরান্ড কাপে। যাদের মধ্যে ৮-৯ জন নিয়মিত খেলছেন এবং এঁদের মধ্যে অনেকেই আবার খেলছেন কলকাতা লিগেও। এদের মধ্যে যদি কেও চোটের কারণে না খেলতে পারেন তবে সমস্যায় পর্বে দল। বিশেষত সেই কারণেই মোহনবাগান সুপার জায়ান্টের CEO বিনয় চোপড়া IFA-কে চিঠি দিয়ে কলকাতা লিগের বাকি ম্যাচগুলো ফেলা হয় ডুরান্ড কাপের পরে (Football)।

আরও পড়ুন : Healthy lifestyle: সামনেই তো পুজো, ত্বক ও চুলের যত্ন নেবেন কিভাবে জেনে নিন…
মোহনবাগানের অভিযোগ সেই চিঠির পরও ১৩ অগাস্ট তাদের ম্যাচ ফেলা হয় মোহনবাগান মাঠে যদিও পরে তার স্থান পরিবর্তন হয়ে করা হয়েছে নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে। সোমবার তারা IFA-কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন বুধবার কলকাতা লিগের ম্যাচ তারা খেলবেন না। সবুজ মেরুন শিবিরের আরও অভিযোহ ইস্টবেঙ্গলকে সুবিধা দিতে ও তাদের পথ মসৃন করতেই এমন সিদ্ধান্ত। এই বিষয়ে IFA-র তরফ থেকে কিছু জানা যায় নিয়ে এখনও (Football)।
য়মন্ড হারবারকে পাঁচ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে মোহনবাগান। হয়তো ১৬ বা ১৭ তারিখ কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে মোহনবাগান প্রতিপক্ষ হতে পারে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ এবং এই বড় ম্যাচের আগে কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না সবুজ মেরুন ব্রিগেড। এই সংঘাতের শেষ কীভাবে হবে এবং এই জটিলতা কাটবে কীভাবে এখনও তার কোনো উত্তর পাওয়া যায় নি। তবে সমর্থকরা অপেক্ষা করে আছেন তাদের প্রিয় দলের খেলা দেখার জন্য (Football)।