ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয় জয় তুলে নিলো মোহনবাগান সুপারজায়ান্ট। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে আলবার্তো রডড্রিগেজের বিশ্বমানের গোলে কেরলের বিরুদ্ধে ৩-২ গোলে জিতল সবুজ-মেরুন বাহিনী। দলের সাফল্যে খুশি হয়ে সবুজ-মেরুন সমর্থকদের জন্য নতুন বছরের বড় উপহার করলেন মোহনবাগান সুপারজায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
দলের সাম্প্রতিক সাফল্যে ইতিমধ্যেই আইএসএল খেতাব জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে সবুজ-মেরুন সমর্থকরা। চ্যাম্পিয়ন ইন্সটিং যে মোহনবাগানের সঙ্গে কাজ করছে তা আরও একবার প্রমাণ হয়ে গেল যুবভারতীতে শনিবারের হৈমন্তিক সন্ধ্যায়। কেরালা ব্লাস্টার্সের কাছে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক বাগানের। ঠিক যেভাবে চ্যাম্পিয়নরা কামব্যাক করে। ৩৩ মিনিটে আশীষ রাইয়ের দুরপাল্লার শট কেরল গোল রক্ষকের হাতে লেগে ছিটকে এলে গোল করে বাগানকে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। বিরতির পর পরতে পরতে নাটক। ৫১ মিনিটে বাগান গোলরক্ষক বিশাল কাইতের থেকে পাওয়া বল ক্লিয়ার করতে গিয়ে জিমিনেজের পায়ে জমা দেন অধিনায়ক শুভাশিস বোস। গোল করে কেরলকে সমতায় ফেরাতে ভুল করেননি জিমিনেজ।
৭৭ মিনিটে ভুল করলেন বিশাল। লুনার ফ্রিকিক বাগান গোলরক্ষকের হাতে লেগে বেরিয়ে এলে কেরলকে এগিয়ে দেন মিলোস। পিছিয়ে পড়ে জেসান কামিংস ও আশিক পুরেনিয়ানকে পরিবর্ত হিসেবে নামিয়ে মোক্ষম চাল দেন বাগান কোচ হোসে মলিনা। ৮৬ মিনিটে আশিকের থেকে বল পেয়ে জোরালো শট নেন পেত্রাতোস। কামিংসের পা ছুঁয়ে বল চলে যায় জালে।
আরও পড়ুন: https://tribetv.in/shakib-al-hasan-banned-from-bowling-in-ecb-competitions/
সমতা ফিরিয়ে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে সবুজ-মেরুণ বাহিনী। ম্যাচের অন্তিম মুহূর্তে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া জোরালো শটে বিশ্বমানের গোল করে মোহনবাগানকে নাটকীয় জয় এনে দেন সবুজ-মেরুণ ডিফেন্ডার আলবার্তো রডড্রিগেজ। দলকে জয়ে এনে দিতে পেরে খুশি কামিংস থেকে শুরু করে আলবার্তো সকলেই। অধিনায়ক শুভাশিসতো আলবার্তোর গোলটিকে তাঁর দেখা আইএসএলের অন্যতম সেরা গোলের সার্টিফিকেটও দিয়ে গেলেন।
দলের এই সাফল্যে যাপরপনাই খুশি এমবিএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। দলের জয় দেখে মাঠ থেকে বেরিয়েই নতুন বছর পরার আগেই সবুজ-মেরুণ সমর্থকদের জন্য আগাম নিউ ইয়ার গিফটের কথাও ঘোষণা করে দিলেন তিনি। আগামী ২ জানুয়ারি হায়দরাবাদের বিরুদ্ধে যুবভারতীতে মোহনবাগানের যে পরবর্তী হোম ম্যাচ রয়েছে সেই ম্যাচ সবুজ-মেরুণ সমর্থকরা বিনামূল্যে মাঠে এসে দেখতে পারবেন। লাগবে না কোনও টিকিটের মূল্য। এই পারফরমেন্স বজায় থাকলে এবারও যে খেতাব আসতে চলেছে সেই আশাও করতে শুরু করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন:https://tribetv.in/kestopur-murder-incident-facebook-friend-arrested/
আরও পড়ুন:https://tribetv.in/rekha-meet-amitabh-bachchan-grandson/
শনিবার নাটকীয় জয়ের পর বেঙ্গালুরুর থেকে ১ ম্যাচ কম খেলে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আরও মজবুত করল মোহনবাগান সুপারজায়ান্ট। সেখানে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রইল বেঙ্গালুরু এফসি।