ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাড়ি হল আমাদের মন্দির। তাই বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় রাখতে আমরা সবসময় চেষ্টা করি। কিন্তু তারপরও আসে কিছু নেতিবাচক শক্তি (Money Plant)। আর এই নেতিবাচক শক্তিকে ঠেকাতে আমাদের মেনে চলতেই হয় কিছু নিয়ম, যা প্রাচীনকাল থেকে আজও একইভাবে চলে আসছে। বাস্তু শাস্ত্র মেনেই আমরা আমাদের বাড়িকে সাজিয়ে তুলতে পারি নতুনভাবে। একদিকে যেমন আপনার বাড়ি সেজে উঠবে, একইভাবে আপনার বাড়িতে ফিরবে সুখ, সমৃদ্ধি এবং অর্থ।
ঘর সাজানো (Money Plant)
ঘর সাজাতে আমরা সবাই ভালোবাসি। ট্রেন্ডে গা ভাসিয়ে আমরা বাড়িতে নিয়ে আসি বহুমূল্যর সুন্দর সুন্দর শোপিস, টব, বিভিন্ন ধরনের রকমারি ফুলের গাছ। তেমনই বাড়ির সুখ-সমৃদ্ধি ধরে রাখতে আর্থিক অবস্থা ভালো রাখতে মানি প্ল্যান্টের (Money Plant) জুড়ি মেলা ভার। আর্থিক অবস্থা ভালো রাখার জন্য বাড়িতে মানি প্ল্যান্ট আনুন। এতে অভাব থাকে না কিছুতেই। এটা এক ধরনের বাস্তু টোটকা। কিন্ত জানেন কি এমন কিছু মানি প্ল্যান্ট (Money Plant) রয়েছে যা বাড়িতে আনলে সমস্যায় পড়তে পারেন আপনি। জীবনে দুর্যোগ নেমে আসে। কিছু কিছু মানি প্ল্যান্ট রয়েছে যা বাড়িতে নিয়ে এলে বাড়ির মধ্যে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই ভুলেও আনবেন না সেই সমস্ত গাছ।
চুরি করা মানি প্ল্যান্ট (Money Plant)
ভুল করেও চুরি করা মানি প্ল্যান্ট (Money Plant) বাড়িতে নিয়ে আসবেন না। কারণ এই ধরনের মানি প্ল্যান্ট গুলোকে অশুভ বলে মনে করা হয়। এতে আপনার সংসারেই ক্ষতি হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। এবং এর ফলে নতুন করে বাস্তু দোষ তৈরি হয়।
আরও পড়ুন: Zomato Share: জিএসটি মামলায় বিপাকে Zomato, শেয়ারের দাম পড়ল ২ শতাংশ
সংসারে সুখ সমৃদ্ধি বিঘ্ন ঘটে
চুরি করা মানি প্ল্যান্ট রাখলে মা লক্ষ্মী রুষ্ট হন। আপনার বাড়ির ওপর থেকে ভগবানের আশীর্বাদ নষ্ট হয়। কষ্টের দিন শুরু হতে থাকে। কেউ কেউ ভাবেন হয়তো চুরি করা মানি প্ল্যান্ট বাড়িতে নিয়ে এসে রাখলে বাড়ির উন্নতি হয়। এটা কিন্ত একেবারেই ভুল। ভুলেও এই ভুলটা করবেন না। সতর্ক থাকবেন।
আরও পড়ুন: Stock Market Crash: শুক্রবার তীব্র পতন সেনসেক্স-নিফটিতে, ধাক্কা খেয়েছে ধাতু এবং ব্যাংকিং স্টক
উপহার হিসাবে দেবেন না
এর সাথে সাথেই আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, উপহার হিসাবেও কোনোদিন কাউকে মানি প্ল্যান্ট দেবেন না। উপহার হিসেবে একটি দেওয়া একদম অনুচিত। বিষয়টিকে অশুভ বলে মনে করা হয়। এটির অর্থ এমনটাই হয় যে আপনি আপনার আর্থিক, সাংসারিক সুখ অন্য কারোর হতে তুলে দিচ্ছেন।
Disclaimer: সম্পূর্ণ প্রতিবেদনটি তথ্যর ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এসব যুক্তির সম্পূর্ণ ফলাফল আমরা দাবি করি না ।