ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই এই যা, দিলেন তো সাদা জমায় কাদা লাগিয়ে (Monsoon); এবার কী হবে বলুন তো? বর্ষা মানেই জলজট আর কাদা, আর এই সময়ে সাদা জামা পরা যেন একপ্রকার সাহসের ব্যাপার। হঠাৎ বৃষ্টিতে ভিজে বা রাস্তায় হাঁটার সময় সাদা জামায় কাদা লেগে গেলে অনেকেই চিন্তায় পড়েন—এবার জামাটা বুঝি আর পরার মতো রইল না! কারণ কাদার দাগ সাদা কাপড়ে একবার লেগে গেলে তা তুলতে বেশ কসরত করতে হয়।
এবার ঘরোয়া কিছু সহজ কৌশল মেনে চললে জামা যেমন পরিষ্কার হবে, তেমন কাপড়েরও কোনও ক্ষতি হবে না, আগেই বলে দিতাম (Monsoon)।
কীভাবে তুলবেন কাদার জেদি দাগ (Monsoon)
প্রথম ধাপে জামা শুকিয়ে নিন (Monsoon)
যদি জামায় ভেজা কাদার দাগ লেগে যায়, তবে সঙ্গে সঙ্গে ঘষে তুলবেন না। এতে দাগ আরও ছড়িয়ে যাবে। বরং জামাটিকে শুকিয়ে নিন, যাতে কাদা শক্ত হয়ে আসে।
শুকনো কাদা আলতো করে ঝেড়ে ফেলুন
কাদা শুকিয়ে গেলে হাতে বা নরম ব্রাশে যতটা সম্ভব দাগ ঝেড়ে ফেলুন।
দাগ ভিজিয়ে নরম করুন (Monsoon)
এক বালতি গরম (কিন্তু ফুটন্ত নয়) জলে ১ চামচ ডিটারজেন্ট ও আধা কাপ সাদা ভিনিগার মিশিয়ে জামাটি ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
ব্যবহার করুন ঘরোয়া পেস্ট
বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর নরম ব্রাশ দিয়ে হালকা ঘষুন।
ধুয়ে ফেলুন এবং রোদে শুকান
এরপর সাবান বা সাধারণ ডিটারজেন্ট দিয়ে জামা ধুয়ে নিন। সম্ভব হলে রোদে শুকিয়ে নিন, তাতে দাগ ওঠার সম্ভাবনা আরও বাড়ে।
টিপস (Monsoon)
বর্ষাকালে বাইরে থেকে ভিজে ফিরে এলে সঙ্গে সঙ্গে জামাকাপড় বদলে ফেলুন। সম্ভব হলে পরিষ্কার জলে স্নান করে নিন। এতে শরীরে জীবাণুর প্রকোপ কমে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনাও কমে।
১. পরা কাপড় জমিয়ে রাখবেন না
২. ভেজা কাপড় কাচার আগে শুকিয়ে নিন
৩. কাচার সময় সঠিক ডিটারজেন্ট ব্যবহার করুন
৪. জীবাণুনাশক তরল ও খোলা জায়গায় শুকানো