Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্ষাকাল মানেই প্রকৃতির (Monsoon Trip Essential) এক অন্যরকম রূপ। কোথাও টিপ টিপ বৃষ্টি, কোথাও ঝমঝম শব্দে একটানা বর্ষণ। এমন আবহে ঘুরতে যাওয়ার পরিকল্পনা অনেকের মনেই আসে। প্রকৃতির সবুজ শোভা, পাহাড়ি ঝরনা, মেঘে ঢাকা পাহাড় সব মিলিয়ে বর্ষায় ভ্রমণের অভিজ্ঞতা হয়ে ওঠে স্মরণীয়। তবে বর্ষাকাল যেমন রোমাঞ্চকর, তেমনই কিছুটা ঝুঁকিপূর্ণও। তাই সঠিক প্রস্তুতি ছাড়া যাত্রা করলে আনন্দ বদলে যেতে পারে অস্বস্তিতে।
ক’টি জিনিস অবশ্যই সঙ্গে রাখা উচিত (Monsoon Trip Essential)
বর্ষাকালে ঘুরতে গেলে যে ক’টি জিনিস অবশ্যই সঙ্গে রাখা উচিত, তা আগে থেকেই ঠিক (Monsoon Trip Essential) করে নেওয়া প্রয়োজন। প্রথমত, ছাতা কিংবা বর্ষাতি—এই দুইয়ের কোনও একটি না থাকলে যাত্রা শুরুই ঝুঁকির। কারণ বৃষ্টির পূর্বাভাস সবসময় নির্ভরযোগ্য হয় না।এরপর আসে ব্যাগের কথা। ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করলে জামাকাপড়, ইলেকট্রনিক গ্যাজেট যেমন ফোন, ক্যামেরা বা ল্যাপটপ নিরাপদ থাকবে। একইভাবে, জ়িপ লক ব্যাগ মোবাইল, পাওয়ার ব্যাঙ্ক, চার্জার ইত্যাদি সুরক্ষিত রাখতে বিশেষ কাজে আসে।
বর্ষার এক সমস্যা (Monsoon Trip Essential)
বর্ষার আর এক সমস্যা হল জল জমে (Monsoon Trip Essential) থাকা। তাই প্রয়োজন হয় ওয়াটারপ্রুফ জুতো। এতে পা ভিজবে না, ফলে সংক্রমণের আশঙ্কাও কমবে। সঙ্গে থাকা উচিত সিলিকা জেল, যা ভেজা পরিবেশে ইলেকট্রনিক জিনিসকে সুরক্ষা দেয় এবং ব্যাগের ভ্যাপসা গন্ধও দূর করে। বর্ষাকালে বেড়াতে গিয়ে একটি বড় সমস্যার নাম মশা এবং অন্যান্য পোকামাকড়। এদের কামড়ে নানা ধরনের সংক্রমণ হতে পারে। তাই ভ্রমণের ব্যাগে রাখুন মশা তাড়ানোর ক্রিম বা স্প্রে।

আরও পড়ুন: Sunscreen In Monsoon: বর্ষাতেও জরুরি সানস্ক্রিন, কিন্তু মাখবেন কীভাবে?
পোশাক নির্বাচনেও সাবধানতা দরকার। হালকা, পলিয়েস্টার বা নাইলনের তৈরি কাপড় নিন, যা ভিজে গেলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঘন রঙের জামা হলে কাদা বা দাগও চোখে পড়বে না। সব শেষে বলা যায়, বর্ষাকালেই প্রকৃতিকে সবচেয়ে কাছ থেকে দেখা যায়। তবে তার জন্য দরকার কিছু পরিকল্পনা আর সামান্য বাড়তি সতর্কতা। তাই এবারের বর্ষায় ভ্রমণের পরিকল্পনা যদি থেকে থাকে, তাহলে এই কয়েকটি টিপস মাথায় রেখেই ব্যাগ গুছিয়ে ফেলুন। কারণ সঠিক প্রস্তুতি থাকলে বর্ষার প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আরও সুন্দর, আরও উপভোগ্য।