ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লক্ষ্মীর ভান্ডার প্রাপকের সংখ্যা বাড়তে চলছে ডিসেম্বর মাস থেকে। এখনও রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার পান ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন। তার সঙ্গে ডিসেম্বর থেকে আরও সংযোজন হবে ৫ লক্ষ ৭ হাজার ২ জন। বাড়তি খরচ হবে ৫২ কোটি। শুক্রবার বিধানসভায় জানালেন মন্ত্রী শশী পাঁজা।
২১ এর বিধানসভা ভোটের আগে মহিলাদের মন জয় করতে মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের কথা ভেবে চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকে ১ হাজার টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান ১২০০ টাকা।
আরও পড়ুন: https://tribetv.in/cm-mamata-banerjee-targets-narendra-modi-over-waqf-bill-issues/
আগামী ডিসেম্বর মাসে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেবে রাজ্য সরকার। আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। এর জন্য ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা অতিরিক্ত খরচ হবে। ডিসেম্বরের পর মোট ২ কোটি ২১ লক্ষ মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রাপকের সংখ্যা বাড়তে চলছে।