ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই বাস। উত্তরাখণ্ডে মর্মান্তিক বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত অন্তত ২০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। উৎসবের মরশুম শেষ হতে না হতে মর্মান্তিক এই দুর্ঘটনা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে, উত্তরাখণ্ডের আলমোর জেলায়।
সূত্রের খবর, এদিন সকালে উত্তরাখণ্ডের গাড়ওয়াল থেকে কুমায়ুন যাওয়ার সময় মার্চুলায় বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানের কাজ শুরু করে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
আরও পড়ুন: https://tribetv.in/what-us-election-outcome-would-mean-for-the-rest-of-the-world/
আরও জানা গিয়েছে, ৪৫ আসনের ওই যাত্রীবোঝাই বাসে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার কথা জানিয়ে তিনি বলেন,”আজ সকালে উত্তরাখণ্ডের আলমোর জেলায় খুবই একটা মর্মান্তিক বাস দুর্ঘটনা হয়েছে। দ্রুত উদ্ধার কাজ শুরু করার জন্য স্থানীয় জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের দ্রুত উদ্ধারের কাজ চলছে।”
আরও পড়ুন: https://tribetv.in/the-final-candidate-is-in-the-india-camp-in-the-jharkhand-elections/
অন্যদিকে ওই এলাকার আরটিও আধিকারিকদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের জন্য ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখে ম্যাজিস্ট্রিয়াল তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।