ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ২০টির মধ্যে ১১টি শহর (Most Polluted City) ভারতের। সম্প্রতি সুইডেনের ‘আইকিউ এয়ার’ সংস্থার ২০২৪ সালের বিশ্ব বাতাসের গুণমান সংক্রান্ত রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে বিরনিহাট, যা অসম-মেঘালয় সীমানার কাছে অবস্থিত, এর বাতাসের গুণমান সূচক (একিউআই) ১২৮.২। কলকাতার অবস্থান ১৮৩ নম্বরে, যেখানে বার্ষিক গড় একিউআই ৪৫.৬।
অন্যান্য শহরেও এক অবস্থা! (Most Polluted City)
পশ্চিমবঙ্গের অন্যান্য শহরগুলির মধ্যে দুর্গাপুর, আসানসোল, ব্যারাকপুর, হাওড়া, শিলিগুড়ি এবং (Most Polluted City) হলদিয়া রয়েছে। দুর্গাপুর ৩৭ নম্বরে (একিউআই ৭২.৩), আসানসোল ৩৮ নম্বরে (একিউআই ৭২.২), ব্যারাকপুর ৭৩ নম্বরে (একিউআই ৫৮.৪), এবং হাওড়া ৭৯তম স্থানে (একিউআই ৫৭.১)। শিলিগুড়ি এবং হলদিয়া যথাক্রমে ৩০৯ নম্বরে (একিউআই ৩৯.৪) এবং ৩৭৫তম স্থানে (একিউআই ৩৬.৫) অবস্থান করছে।
সুইস সংস্থার রিপোর্ট (Most Polluted City)
সুইস সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে ভারত বিশ্বের পঞ্চম সর্বাধিক দূষিত দেশ (Most Polluted City) হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে ২০২৩ সালে ভারত তৃতীয় স্থানে ছিল। ২০২৪ সালে ভারতে পিএম ২.৫ কণার গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫০.৬ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর নির্দেশিকা অনুযায়ী স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
আরও পড়ুন: OBC Case: ‘ভবিষ্যতে আর হবে না’ ওবিসি মামলায় হাইকোর্টের কাছে ভুল স্বীকার মনোজ পন্থের
হু-র নির্দেশিকা
হু-র নির্দেশিকা অনুযায়ী, প্রতি ঘনমিটার বাতাসে দূষণের মাত্রা ৫ মাইক্রোগ্রাম হওয়া উচিত। অথচ, ভারতের শহরগুলিতে এই মানের নিচে থাকার পরিস্থিতি নেই। যদিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের তুলনায় ভারতের বাতাসে ভাসমান দূষণ সৃষ্টিকারী কণার পরিমাণ ৭ শতাংশ হ্রাস পেয়েছে, কিন্তু দূষণের চিত্র এখনও পরিবর্তিত হয়নি।
বরাদ্দ কোটি টাকা!
এছাড়া, পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার ২০১৯ সাল থেকে একটি প্রকল্প শুরু করেছে, যার আওতায় বায়ুদূষণ মোকাবিলার জন্য ১০৮৯.৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কলকাতা, দুর্গাপুর, আসানসোল, হাওড়া, হলদিয়া এবং ব্যারাকপুর শহরগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।