ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের ২৯ জানুয়ারি পালিত হবে মৌনী অমাবস্যা(Mouni Amavasya 2025)। ১৪৪ বছর পর প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে মহাকুম্ভ। এবার কুম্ভমেলার সবথেকে গুরুত্বপূর্ণ অমৃতস্নানের তারিখ পড়েছে ২৯ জানুয়ারি। হিন্দুধর্ম অনুসারে মৌনী অমাবস্যায় পূ্ণ্যস্নান বিশেষ মাহাত্ম্যপূর্ণ। কোটি কোটি পূণ্যার্থী আগামিকাল মহাকুম্ভে পূণ্যস্নান করবেন। মনে করা হয়, এই দিন গঙ্গার জল অমৃতে পরিণত হয়। স্নান ছাড়াও এদিন প্রয়াত পিতৃপুরুষের নামে তর্পণ ও দান করার রীতি প্রচলিত আছে হিন্দু শাস্ত্রে। জেনে নিন এই বিশেষ দিনে কখন পড়ছে শুভ সময়।
শুভ সময় (Mouni Amavasya 2025)
পঞ্জিকা অনুসারে এবারে মাঘী অমাবস্যা পড়েছে ২৮ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার। সন্ধে ৭টা ৩২ মিনিটে। অমাবস্যা ছেড়ে যাবে ২৯ জানুয়ারি ২০২৫ সন্ধে ৬টা ৫ মিনিটে। মৌনী অমাবস্যার ব্রাহ্ম মুহূর্ত থাকবে ২৯ জানুয়ারি ভোর ৫টা ২৫ মিনিট থেকে ভোর ৬টা ১৮ মিনিট পর্যন্ত(Mouni Amavasya 2025)।
মৌনী অমাবস্যার পুজো বিধি (Mouni Amavasya 2025)
মৌনী অমাবস্যার(Mouni Amavasya 2025) দিন ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছাড়ুন। এদিন গঙ্গাস্নান করতে পারলে সবথেকে ভালো। তা সম্ভব না হলে নিজের স্নানের জলে একটু গঙ্গাজল মিশিয়ে নিন। স্নানের পর সূর্য প্রণাম করুন ও ১০৮ বার তুলসী গাছ প্রদক্ষিণ করুন। এরপর দরিদ্রদের নিজের ক্ষমতা অনুযায়ী খাদ্য বস্ত্র দান করুন। মৌনী অমাবস্যায় মৌনতা বজায় রাখলে শুভ ফল পাওয়া যায়। সারাদিন পুরোপুরি মৌন থাকা যদি সম্ভব না হয়, তা হলে এদিন কাউকে খারাপ কথা বলবেন না বা কারোর ওপর চেঁচামেচি করবেন। এদিন যতটা সম্ভব কম ও আস্তে কথা বলুন।
আরও পড়ুন:Spices Vastu Tips: রান্নাঘরের মশলা ফেরাতে পারে ভাগ্য, জানুন টোটকা
মৌনী অমাবস্যার মাহাত্ম্য
মৌনী অমাবস্যায় গঙ্গাস্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন গঙ্গার জল অমৃতে পরিণত হয়। এদিন মনুর জন্ম হয় বলে পুরাণে উল্লেখ আছে। মনুর নাম থেকেই এই তিথি মৌনী অমাবস্যা নামে পরিচিত বলে অনেকের ধারণা। এদিন উপবাস রেখে সারাদিন মৌনতা পালন করলে বাকসিদ্ধি অর্জন করা যায় বলে মনে করা হয়(Mouni Amavasya 2025)।
কী করবেন এই দিন?
মৌনী অমাবস্যায় হলুদ রঙের পোশাক পরুন এবং নিজের পূর্বপুরুষের নামে ধ্যান করুন।এদিন সকালে জলের মধ্যে একটু হলুদ গুলে নিয়ে তা বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিন। তার আগে দরজার চৌকাঠ ভালো করে পরিষ্কার করে নিন। এর ফলে পজ়িটিভ এনার্জি ঘরে প্রবেশ করবে।মৌনী অমাবস্যায় নারায়ণের পুজো করতে পারেন। অশ্বত্থ গাছের নীচে প্রদীপ জ্বালানোও শুভ।
আরও পড়ুন:Tulsi Vastu Tips: বাস্তু দোষ দূর করে তুলসী গাছ, লক্ষ্মী রাখতে জানুন তুলসী গাছের টোটকা
মৌনতা পালন
বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে অমাবস্যা তিথি, অর্থাৎ মাঘী অমাবস্যার দিনটি মৌনী অমাবস্যা নামে পরিচিত। এদিন উপবাস রেখে স্নান করেন অনেকে। পাশাপাশি মৌনী অমাবস্যায় মৌনতা বজায় রাখার রীতিও প্রচলিত আছে। এদিন যতটা সম্ভব মৌনতা বজায় রাখলে মানসিক শান্তি লাভ করা সম্ভব হয়।