Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বীরুর পর এবার দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ইরফান পাঠান। তার দল থেকে বাদ পড়ার নেপথ্যে কি দায়ী ধোনি? সেই বিষয়ে এবার মুখ খুললেন তিনি (Irfan Pathan)।
বিস্ফোরক ইরফান পাঠান (Irfan Pathan)
একসময় ইরফান পাঠানের বোলিং ম্যাজিক দেখাতো মাঠে। গোটা ক্রিকেট বিশ্ব সাক্ষী থেকেছে সেই ম্যাজিকের। তার সুইং বলের সামনে সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিশ্বসেরা ব্যাটসম্যানদের। মাত্র ২৭ বছর বয়সেই তিনি মালিক হন ৩০১টি আন্তর্জাতিক উইকেটের। কিন্তু হঠাৎ করেই যেন থেমে যায় তার ক্রিকেট কেরিয়ার (Irfan Pathan)।
গ্রেগ চ্যাপেলের সময় বোলার থেকে ব্যাটার হয়ে ওঠেন ইরফান পাঠান। সফল এই অলরাউন্ডার ২০০৯ সালে টিম ইন্ডিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন আর তার প্রধান কারণ ছিল কি ধোনি? সেই নিয়েই এবার মুখ খোলেন ইরফান পাঠান (Irfan Pathan)।
২০০৭ সালে ধোনির নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জেতে আর সেই জয়ে ইরফান পাঠানের যথেষ্ট ভূমিকা ছিল। সেই ইরফান পাঠান ২০০৯ সালে টিম ইন্ডিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন। বাদ পড়ার কারণ হিসেবে তার নিশানায় সেই সময়ের ভারতের ক্যাপ্টেন ধোনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান পাঠান জানান ২০০৯ সালের এই ঘটনাটি। সেই সময়ে নিউজিল্যান্ড সফরে ঘটে এই ঘটনা এবং তিনি কোচ গ্যারি কার্স্টেনের কাছ থেকে তার বাদ পড়ার কথা জানতে পারেন।
আরও পড়ুন: Singur Nurse Death: নন্দীগ্রামের নার্স দীপালি জানার রহস্য মৃত্যু, ময়নাতদন্ত নিয়ে বিতর্ক!
এর সাথে তিনি আরও জানান তার দাদা ও ইউসুফ পাঠান ও তিনি শ্রীলঙ্কায় যে ম্যাচ যেতেন সেটা জেতা অত্যন্ত কঠিন ছিল। তিনি বলেন ‘আমি নিশ্চিত, আমার জায়গায় অন্য কেউ থাকলে এক বছরের মধ্যে তাকে বাদ দেওয়া হত না। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র ২৭-২৮ বলে ৬০ রান দরকার ছিল। সেখান থেকে জিতি আমরা।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডে প্রথম তিন ম্যাচে দলের বাইরে রাখা হয়েছিল। বৃষ্টির কারণে চতুর্থ ম্যাচের কোনও ফলাফল হয়নি। শেষ ম্যাচেও ছিলাম না। এরপর গ্যারি স্যারকে জিজ্ঞেস করি, ‘আমাকে কেন বাদ দেওয়া হয়েছে? যদি আমার কিছু উন্নতির প্রয়োজন হয়, তাহলে বলতে পারেন।’
উত্তরে কার্স্টেন দুটো কথা বলেছিলেন বলে জানান ইরফান পাঠান। প্রথম কারণ হলো ‘এমন কিছু আছে যা তার হাতে নেই।’ কার হাতে এই দায়িত্ব আছে জানতে চাইলে কার্স্টেন তাকে কিছু বলেন নি বলেই জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ইরফান পাঠান এর সাথে যোগ করে তিনি ইতিমধ্যেই জানতেন এর পিছনে কার হাত রয়েছে। অধিনায়কই প্রথম একাদশ নির্বাচন করেন আর সেই সময়ের অধিনায়ক ছিলেন ধোনি। তিনি সেই সিদ্ধান্তকে ঠিক বা ভুল বলতে চান নি। তিনি বলেন প্রত্যেক অধিনায়কের দল পরিচালনার নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে (Irfan Pathan)।
দ্বিতীয় কারণ হিসেবে গ্যারি কার্স্টেন তাকে বলেছিলেন সেই সময় টিম ইন্ডিয়া ৭ নম্বরে একজন ব্যাটিং অলরাউন্ডার খুঁজছিল আর সেই ভূমিকা পালন করেন ইরফান পাঠান। বাদ পড়ার তিন বছর পর ২০১২ সালে ওয়ানডে দলে প্রত্যাবর্তন হলেও মাত্র ১২টি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এরপর ভুবনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মার জায়গা দলে পাকা হওয়ার পর চিরতরে ভারতীয় দলের বাইরে চলে যান ইরফান পাঠান (Irfan Pathan)।