ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদ্বীপে সরকারি সফরের সময় এই মন্তব্য করা হয়েছিল (Muizzu Calls India Closest Most Trusted Ally), যেখানে দুই নেতা মালেতে রাষ্ট্রপতির কার্যালয়ে সাক্ষাৎ করেছিলেন।
মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদী (Muizzu Calls India Closest Most Trusted Ally)
শুক্রবার মালদ্বীপ সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Muizzu Calls India Closest Most Trusted Ally)। সেই উপলক্ষে মালেতে রাষ্ট্রপতি ভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু। বৈঠকে এক যুগান্তকারী বার্তা দেন মুইজজু। তিনি বলেন, “ভারত বহুদিন ধরেই মালদ্বীপের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত অংশীদার।” এই বক্তব্য এক বড় ধরনের অবস্থান বদল বলেই ধরা হচ্ছে, কারণ এর আগেই মুইজ্জু সরকার ‘ইন্ডিয়া আউট’ প্রচারে নেতৃত্ব দিয়েছিল। এখন সেই নেতাই প্রকাশ্যে ভারতের ভূমিকাকে স্বীকৃতি দিলেন।
ভারতকে বললেন ‘প্রথম সাড়া দেওয়া সঙ্গী’ (Muizzu Calls India Closest Most Trusted Ally)
রাষ্ট্রপতি মুইজ্জু জানান, কোনও সংকটে পড়লেই ভারত মালদ্বীপের ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসাবে কাজ করেছে (Muizzu Calls India Closest Most Trusted Ally)। নিরাপত্তা, বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা সহ বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন তিনি।
মোদীর সম্মানে রাষ্ট্রপতির ভোজ
প্রধানমন্ত্রী মোদীর সম্মানে রাষ্ট্রপতি মুইজ্জু সরকারি ভোজের আয়োজন করেন এবং তাঁর নেতৃত্বের প্রশংসা করেন। দুই নেতা উন্নয়ন, পরিকাঠামো, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, স্বাস্থ্য পরিষেবা ও দক্ষতা বৃদ্ধির মতো নানা বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: Israel Hamas Conflict : মরতে চাইছে হামাস, কড়া বার্তা ট্রাম্পের!
প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব
দুই রাষ্ট্রনায়ক প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হন। তাঁরা ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এর আওতায় চলমান সহযোগিতার কথাও উল্লেখ করেন।
বাণিজ্যিক সম্পর্ক ও ডিজিটাল অর্থনীতিতে অগ্রগতি
প্রধানমন্ত্রী মোদী জানান, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির মতো পদক্ষেপ দুই দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলতে পারে। তিনি ডিজিটাল অর্থনীতির সুযোগের কথাও তুলে ধরেন, বিশেষত পর্যটন খাতে। ইউপিআই চালু, রুপে কার্ড গ্রহণ ও স্থানীয় মুদ্রায় লেনদেন নিয়ে সাম্প্রতিক চুক্তিগুলিকে তিনি স্বাগত জানান।
দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা
উভয় নেতাই জানান, ভারত ও মালদ্বীপের উন্নয়নমূলক অংশীদারিত্ব মানুষে-মানুষে সম্পর্ক আরও দৃঢ় করছে। প্রধানমন্ত্রী মোদী মালদ্বীপের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান, কারণ তিনি সম্প্রতি পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছিলেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিলেন।
৬টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত
এই সফরের সময় দুই দেশের মধ্যে মোট ৬টি সমঝোতা স্মারক (MoU) সই হয়। এই চুক্তিগুলি মৎস্য ও জলচাষ, আবহাওয়া, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ইউপিআই, ভারতীয় ফার্মাকোপিয়া এবং একটি নতুন ছাড়যুক্ত ঋণ লাইনের উপর কেন্দ্রীভূত। ভারতের তরফ থেকে দেওয়া এই ঋণ লাইনের মূল্য প্রায় ৪৮৫০ কোটি টাকা (৫৫০ মিলিয়ন মার্কিন ডলার)। এই অর্থ মালদ্বীপে পরিকাঠামো উন্নয়ন ও সংশ্লিষ্ট প্রকল্পগুলিকে সহায়তা করবে।