ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাম চরিত্রে রণবীর। সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) পর এবার মুকেশ খান্নার (Mukesh Khanna) টার্গেটে রণবীর কাপুর (Ranbir Kapoor)। কাউকেই যেন ছেড়ে কথা বলছেন না মুকেশ। একের পর এক তীর্যক কমেন্ট। রাম চরিত্রে রণবীর, এটা কিছুতেই যেন হজম করতে পারছেন না মুকেশ। এমনটাই বলছে নেটপাড়া। তাহলে রামায়ণে (Ramayana) কে হবেন রাম (Ram)? তা নিয়ে হাজারো প্রশ্ন।
কী বললেন মুকেশ? (Mukesh Khanna)
মুকেশ খান্নার (Mukesh Khanna) অসুবিধা, দর্শক নাকি সবাইকে রাম হিসেবে মেনে নিতে পারবেন না। সম্প্রতি একটা ইন্টারভিউতে মুকেশ বললেন, এই বিষয়ে তিনি কিছু বলবেন না। তিনি কিছু বললেই, সকলে নানান কমেন্ট করতে শুরু করবে। এভাবে তাঁর সুনাম নষ্ট হচ্ছে। তিনি সম্প্রতি জ্যাকি শ্রফের ছেলে সম্পর্কে কমেন্ট করেছিলেন। সোজা সাপটা বললেন, “আসলে আমি এইরকমই । মনের কথা বলে ফেলি। রামায়ণ যাকে নিয়েই তৈরি হবে, অরুণ গোভিলের সঙ্গে তুলনা অনিবার্য”।
রামকে দেখতে হবে রামের মতো (Mukesh Khanna)
তাহলে প্রশ্নটা হল, এই চরিত্রের জন্য অভিনেতা মুকেশ (Mukesh Khanna) ঠিক কাকে উপযুক্ত মনে করছেন? অভিনেতার সোজা কথা, যে রামের ভূমিকায় অভিনয় করবে, সে যেন রামের রূপটা ফুটিয়ে তুলতে পারে। সেই রূপ ধারণ করতে পারে। তাকে যেন রাবণের মতো দেখতে না হয়। আর সে যদি বাস্তব জীবনে বদমেজাজি, গুন্ডা হয়, তবে সেটা পর্দায় প্রতিফলিত হবে। রামের চরিত্র অভিনয় করতে গেলে তাকে পার্টি করা, মদ্যপান ছাড়তে হবে। কোথাও গিয়ে কি তিনি রণবীর কাপুরকে ঠুকে কথাগুলো বললেন? যদিও পরে মুকেশ বলেছেন, রামের ভূমিকায় কে অভিনয় করবেন, তা ঠিক করার তিনি কেউ নন।
আরও পড়ুন: Khadaan Review: হিন্দি বা দক্ষিণী ছবি নয় বাংলা ছবিও পারে! কেমন হয়েছে খাদান?
রামের ভূমিকায় ব্যর্থ প্রভাস!
প্রভাস রাম হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দেখলেন তো। দর্শক তাঁকে গ্রহণ করেনি। তাই চলচ্চিত্র নির্মাতাকে কাস্টিংয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বলে মনে করছেন মুকেশ। প্রভাস এত বড় তারকা হওয়া সত্ত্বেও তাঁকে মানুষ গ্রহণ করল না। অথচ প্রভাস খারাপ অভিনেতা নন। আসলে তিনি দেখতে, রামের মতো নন। রাম চরিত্রে অভিনয় করতে চলেছেন, কাপুর পরিবারের অন্যতম তরুণ মুখ। রণবীর কাপুর, সম্প্রতি অ্যানিমেল ছবিতে বেশ সুনাম কুড়িয়েছেন। অভিনেতা হিসেবে তাঁর সুনাম রয়েছে। মুকেশ আশা করেন, রাম ছবিতে অ্যানিমেল চরিত্রটি কোনও ভাবে প্রভাবিত করবে না।
আরও পড়ুন: Idhika Paul: ইধিকা পাইলট হতে চেয়েছিলেন, অভিনয়ে জানতেন না! বড়পর্দায় কীভাবে ছক্কা হাঁকাচ্ছেন?
বিতর্কে জড়াচ্ছেন মুকেশ
প্রসঙ্গত, মাঝেমধ্যেই বলিউডের অন্দরে হাইলাইটেড হচ্ছে মুকেশ খান্নার মন্তব্য। আর সবকিছুর কেন্দ্রে যেন তিনি টেনে নিয়ে আসছেন রামায়ণের বিষয়টাকে। শোনা গিয়েছিল, এর আগে তিনি রণবীর কাপুরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়েছিলেন । এমনকি সোনাক্ষীর রামায়ণ নিয়ে ভুল উত্তর দেওয়ায় বলেছিলেন, শত্রুঘ্ন মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেননি। রামায়ণ সম্পর্কে জ্ঞান দিতে পারেননি। এর পাল্টা এক হাত নিয়েছিলেন সোনাক্ষীও। তিনিও কড়া জবাব দিয়েছেন। অভিনেত্রীকে সাপোর্ট করেছিলেন তাঁর বাবা শত্রুঘ্ন। তারপর থেকে মুকেশ খান্না তির্যক কিংবা বিতর্কিত মন্তব্য থেকে দূরেই থাকছেন।