Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৫ টাকার শেয়ারের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার টাকা। এই সংস্থার স্টক ট্রেড মূল্যে ভাল রিটার্ন লগ্নিকারীদের (Multibagger Penny Stock)।
পেনি স্টকে বাজিমাত (Multibagger Penny Stock)
আর্থিক বিনিয়োগ একদিকে যেমন ঝুঁকিপূর্ণ তেমনই একদিকে লাভজনকও প্রমাণিত হয়। আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ কোনও উত্তজনার সৃষ্টি হলে তার প্রভাব শেয়ার মার্কেটের উপর পড়তে দেখা যায়। কিন্তু এই সংস্থার স্টক এমন একটি স্টক যা লগ্নিকারীদের ভাগ্য বদলে দিয়েছে। হিটাচি এনার্জি ইন্ডিয়া, সংস্থার স্টক গত কয়েক বছরে দারুণ রিটার্ন দিয়েছে (Multibagger Penny Stock)।

২০২০ সালে এই সংস্থার শেয়ারের দাম ছিল মাত্র ১৫ টাকা, এখন সেই স্টক ট্রেড করছে ১৯,০৩০ টাকায়। এই স্টকে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা কোটিপতি হয়েছেন। এই স্টকে ৫ বছর আগে যারা ১ লক্ষ টাকা লগ্নি করেছিলেন তারা আজকের দিনে রিটার্ন পেয়েছেন ১২.৬০ কোটি টাকা। এই স্টকের দাম বেড়েছে ১,২৪,৬০৮.৬১ শতাংশ। গত ছয় মাসে এই স্টকের দাম বৃদ্ধি পেতে দেখা গেছে যা প্রায় ৪৮.১০ শতাংশ। যার ফলে এই স্টকে যারা বিনিয়োগ করেছেন তারা আজ ধনী হয়ে উঠেছে। সোমবার এই মাল্টিব্যাগার পেনি স্টক হিটাচি এনার্জি ইন্ডিয়ার দাম ১৮,৮৭৫ টাকায় বন্ধ হয়েছে।
আরও পড়ুন: Stock Market Today: জিএসটি সংস্কারে ভর করে চাঙ্গা শেয়ার বাজার…
২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়া এই সংস্থার প্রথম ত্রৈমাসিকের ফলাফলে নিট মুনাফা ১১৬৩ শতাংশ থেকে বেড়ে ১৩১.৬ কোটি টাকা হয়েছে। গত বছর একই ত্রৈমাসিকে এই সংস্থার নিট মুনাফা ১০.৪২ কোটি টাকা ছিল প্রায় (Multibagger Penny Stock)।
দুরন্ত গতিতে এই শেয়ারের উত্থান চোখে পড়ার মতো। ২০২৫ ও ২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার EBITDA ২২৪ শতাংশ বেড়ে ১৫৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা গত বছরের একই সময়ে ছিল ৪৭.৯ কোটি টাকা। মার্জিনও বেড়েছে বিপুল হারে। মার্জিন প্রথম ত্রৈমাসিকে ৩.৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০.৫ শতাংশ (Multibagger Penny Stock)।
(বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য হিসেবে দেয়া হয়েছে। তাই যেকোনো বিনিয়োগের পূর্বে মার্কেট সমন্ধে ভাল করে পরে নিতে হবে এবং বিশষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্চনীয়।)