Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১০ লক্ষের বিনিয়োগে ৬.৩ কোটি টাকা রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা মাত্র ৫ বছরে (Share Market)। জানেন নাকি এরকম অনেকে পেনি স্টক আছে যেখানে লগ্নি করে আপনিও হতে পারেন কোটিপতি?
পাঁচ বছরে ৬.৩ কোটি রিটার্ন (Share Market)
লগ্নি যেমন ঝুঁকিপূর্ণ আবার অনেকে সময়েই সেখান থেকে লাভবান হয়েছেন বিনিয়োগকারীরা। কম দামের স্টকে লগ্নি করেও পাওয়া যায় বড় রিটার্ন। দেশের শেয়ার বাজারে এমন অনেকে পেনি স্টক আছে যা আপনাকে দিতে পারে হাই রিটার্ন (Share Market)।
ইনভেস্টমেন্ট করার আগে অনেকেই চান অল্প বিনিয়োগে বড় লাভ। এরকম স্টকের খোঁজ করেন বিনিয়োগকারীরা। বাজারে এরকম অনেক স্টকে ইনভেস্ট করে বড় রিটার্ন পেয়ে লাভবান হয়েছেন অনেকেই। ইরায়া লাইস্পেস লিমিটেডের স্টক হলো এরকমই একটা স্টক। পাঁচ বছর আগে এই স্টকে যারা ১০ লক্ষ টাকার লগ্নি করেছিলেন, তারা এখন রিটার্ন পাচ্ছেন প্রায় ৬.৩ কোটি টাকা।
এই পেনি স্টকই লগ্নিকারীদের দিয়েছে মাল্টিব্যাগার রিটার্ন। মাল্টিব্যাগার রিটার্ন বলতে বোঝায় একটি স্টকে বিনিয়োগের পর, বিনিয়োগের তুলনায় কয়েকগুণ বেশি রিটার্ন (Share Market)।
আরও পড়ুন: Weekly Horoscope: সপ্তাহজুড়ে খুশির আমেজ, চিন্তা নেই আপনিও ভালো থাকবেন!
পাঁচ বছর আগেও ইরায়া লাইস্পেস ছিল একটি পেনি স্টক। সেই সময়ে দাঁড়িয়ে এই সংস্থার প্রতি শেয়ারের দাম ছিল মাত্র ৭ টাকা। সেখান থেকে বেড়ে এই স্টকের দাম হয়েছে ৪৬.১৮ টাকা। অর্থাৎ হিসেব বলছে চার বছরে এই স্টক থেকে ৬ হাজার ৩১৩ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। যারা ৫ বছর আগে ১০ লক্ষ টাকা লগ্নি করেছিলেন এই স্টকে এখন তারা রিটার্ন পেয়েছেন ৬ কোটি ৩০ লক্ষ টাকা (Share Market)।
গত একবছরে এই স্টকের পারফরম্যান্স উল্লেখযোগ্য না থাকলেও এই স্টক থেকে বিপুল অঙ্কের রিটার্ন পাওয়া গেছে। তবে শেষ একমাসে এই স্টকের দাম বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। কিন্তু গত মাসে এই স্টকের দাম কমেছিল প্রায় ৩২ শতাংশ। ৬৩ শতাংশের বেশি পতন দেখেছে এই স্টক (Share Market)।
(বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। ট্রাইব টিভির পক্ষ থেকে শুধুমাত্র তথ্য তুলে ধরার জন্য এই প্রতিবেদন। বিনিয়োগ করার আগে মার্কেট ও স্টক সংক্রান্ত বিষয়ে খুঁটিয়ে পড়ে এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই পদক্ষেপ নেওয়া উচিত।)