ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এপ্রিল মাসের মধ্যেই নিয়োগবিধি (SSC Recruitment Process) প্রস্তুত করে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠাতে চায় এসএসসি বলে স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর। সুপ্রিম কোর্টের রায়ের পর নিয়োগপ্রক্রিয়ায় একাধিক বদল আনতে পারে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বলেছে শীর্ষ আদালত। তার আগে নিয়োগপ্রক্রিয়ায় অনেক বদলের ভাবনা রয়েছে। সেগুলি প্রস্তাব আকারে স্কুল শিক্ষা দফতরে পাঠাতে চলেছে এসএসসি।
ফলপ্রকাশের আগেই নির্দিষ্ট উত্তরপত্র (SSC Recruitment Process)
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, নতুন প্রস্তাব অনুযায়ী, পরীক্ষার্থীরা উত্তরপত্র বা ওএমআর শিটের কার্বন কপি হাতে পেতে পারেন (SSC Recruitment Process)। পরীক্ষার পর তা বাড়িতেও নিয়ে যেতে পারবেন। এই প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে। এসএসসি সূত্রে খবর, শুধু ওএমআর শিটের কার্বন কপি নয়, পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখতে ফলপ্রকাশের আগেই নির্দিষ্ট উত্তরপত্র প্রকাশ করে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। তা হলে কে কত নম্বর পাবেন, ওই উত্তরপত্র দেখেই তার ধারণা করে নিতে পারবেন পরীক্ষার্থীরা।
নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে (SSC Recruitment Process)
৩ এপ্রিল চাকরি বাতিলের মামলায় রায় দিয়েছে শীর্ষ আদালত। ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। চাকরি গিয়েছে ২৫,৭৩৫ জনের। আদালত জানিয়েছে, নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানায়, চাকরি গেলেও আপাতত নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যেতে পারবেন (SSC Recruitment Process)। শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অবশ্য এই নির্দেশ কার্যকর হবে না। ৩১ মে-র মধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।
আরও পড়ুন: Mamata Banerjee: নন-টেইন্টেড শিক্ষক-শিক্ষিকাদের আশ্বাস মুখ্যমন্ত্রীর, আইনি পথেই খুঁজবেন সমাধান!
পুরনো খসড়া নিয়ে তৎপর
একাধিক পরিবর্তন করে নতুন নিয়োগবিধির একটি খসড়া ওই সময়েই প্রস্তুত করা হয়েছিল। তা শিক্ষা দফতরে পাঠানোও হয়। ২০২৩ সাল পর্যন্ত তা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তার পর আর কথা এগোয়নি। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর পুরনো খসড়া নিয়ে আবার তৎপর হয়ে উঠেছে এসএসসি। পুরনো খসড়াটিতে আরও কিছু পরিবর্তন করে শিক্ষা দফতরে আবার পাঠানো হবে।
নিয়োগবিধি বদলে ফেলা হবে
নিয়োগপ্রক্রিয়ায় অনেক বদলের ভাবনা রয়েছে। সেগুলি প্রস্তাব আকারে স্কুল শিক্ষা দফতরে পাঠাতে চলেছে এসএসসি। সরকারের অনুমতি মিললে নিয়োগবিধি বদলে ফেলা হবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, নতুন প্রস্তাব অনুযায়ী, পরীক্ষার্থীরা উত্তরপত্র বা ওএমআর শিটের কার্বন কপি হাতে পেতে পারেন। পরীক্ষার পর তা বাড়িতেও নিয়ে যেতে পারবেন। এই প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে।