ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার দিন মুম্বাই লোকালে ঘটে যায় ছিনতাইয়ের মতো ঘটনা এবং এই ঘটনার ফলে এক রেলযাত্রীর প্রাণ সংশয় হয়েছে (Mumbai Local) বলেও সূত্রের খবর।
লোকালে ব্যাপক শোরগল (Mumbai Local)
ভারতের প্রায় সব শহরেই যাতায়াতের জন্য মানুষের প্রধান ভরসা ট্রেন। দূরপাল্লার ট্রেন হোক বা লোকাল ট্রেন সেখানে যাত্রী সংখ্যা দিনদিন বেড়েই চলেছে এবং অল্প টাকায় তাড়াতাড়ি কোথাও পৌঁছানোর সবথেকে বড় ভরসা হলো ভারতীয় রেল। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যেন লোকাল ট্রেন এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সেই লোকাল ট্রেনেই যদি ঘটে ছিনতাইয়ের মতো ঘটনা তবে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।

প্রত্যেকদিনের মতো সোমবার মহারাষ্ট্রের থানে জেলার লোকাল ট্রেনে ছিনতাইবাজের হ্যাঁচকা টানে প্রাণ সংশয় হয় এক রেলযাত্রীর (Mumbai Local)। ছিনতাইবাজের হ্যাঁচকা টানে ট্রেন থেকে পড়ে যান সেই যাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত সেই যাত্রীর পা কেটে বাদ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আহত ব্যক্তির নাম গৌরব নিকম। লোকাল ট্রেনে যাওয়ার সময় তিনি পড়েন ছিনতাইবাজের কবলে। ঘটনাটি ঘটেছে শাহাদ এবং আম্বিভালি স্টেশনের মাঝে।
আরও পড়ুন: Kishore Kumar Birthday : সুরের সম্রাট কিশোর কুমারের ৯৬তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি
গৌরবের অভিযোগ ফোন কেড়ে নিতে ছিনতাইবাজ হ্যাঁচকা টান দেয় দুষ্কৃতী। টাল সামলাতে না পেরে ট্রেন থেকে বাইরে ঝুলে পড়েন তিনি এবং কিছুক্ষণ পর হাত ফসকে রেল লাইনে পড়ে যান এবং গুরুতর আহত হন।
ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই যাত্রী। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে ট্রেনের চাকায় গৌরবের পা কেটে গেছেমা আহত যাত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। একটা পা কেটে বাদ গিয়েছে তাঁর, ভেঙে গিয়েছে অন্য পা। এই ঘটনায় যথেষ্ট শোরগল সৃষ্টি হয়েছে মুম্বাইতে (Mumbai Local), বারবার একটাই প্রশ্ন উঠছে রেলে যাত্রা করার সময় যাত্রী সুরক্ষা নিশ্চিত হবে কবে?
জ্ঞান ফিরে গৌরব বলেন ‘আমি দরজা ধরে দাঁড়িয়েছিলাম, আচমকা দেখলাম কেউ আমার ফোনটা হাত থেকে কেড়ে নিলো, সেই টানেই আমি পড়ে গেলাম’। গৌরবের অভিযোগের ভিত্তিতে রেল পুলিশ তাঁদের তদন্ত শুরু করলেও প্রশ্ন থেকে যাচ্ছে যাত্রী সুরক্ষা নিয়ে।