Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন (Murder)! পিকে-র সল্টলেকের বাড়ি থেকে পরিচারিকার রক্তাক্ত দেহ উদ্ধার। জানা গিয়েছে, ২ কেয়ারটেকারের মধ্যে বচসার জেরেই খুন। শনিবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মদের আসরে খুন! (Murder)
পিকে ও তাঁর স্ত্রী-র অবর্তমানে সল্টলেকের জিডি ব্লকে ওই বাড়িতে থাকতেন তাঁদের মেয়েরা। সূত্রের খবর, বাড়িতে পরিচারকদের মধ্যে একটি মদের আসর বসেছিল শুক্রবার। সেখানেই দুই পরিচারকের মধ্যে বচসা হয়। পুলিশ জানতে পেরেছে, এক জন অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাতেই মৃত্যু (Murder) হয় গোপীনাথ নামে প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পরিচারকের। কী নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Weather Update: দোলের সন্ধ্যায় বৃষ্টিতে ভিজবে বঙ্গ? কী বলছে আবহাওয়া দফতর
খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকেরা। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তাঁরা। ঘটনার সময়ে পিকে-র বাড়ির সদস্যেরা কোথায় ছিলেন, তাঁরা গোলমালের শব্দ পেয়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ওই চালককে গ্রেফতার করেছে। ধৃত চালকের নাম বরুণ ঘোষ। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে। খুনের (Murder) পিছনে অন্য কোনও কারণ আছে কি না, সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।