ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়েবাড়িতে কনে পক্ষের সাথে বর পক্ষের হাতাহাতি, ভাঙচুর। মৃত্যু হল কনে পক্ষের এক যুবকের (Murder in marriage house)। পন্ড বিয়ের অনুষ্ঠান। গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের অমরাবতী ভাম্বে কলোনি এলাকায়। গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য গোটা এলাকায়।
গুলি না থেতলে খুন আশীষকে? তদন্তে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ। বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসে মৃত্যু আশীষ বেদ নামে বছর কুড়ির এক যুবকের (Murder in marriage house)। পান্ডবেশ্বর থেকে দুর্গাপুরের ভাম্বে কলোনি হরি মন্দিরে আত্মীয়ের বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছিল আশিস। শনিবার রাতে আসানসোলের বরাকর থেকে বর পক্ষের লোকজন দুর্গাপুরে আসার পর ডান্স প্লাটফর্মে নাচার জন্য গান চেঞ্জ করার জন্য বলে, অশান্তির শুরুটা এখান থেকেই।
আরও পড়ুন: Kolkata Police: সাইবার ক্রাইম রুখতে তৎপর কলকাতা পুলিশ, লালবাজারের সাইবার থানাকে নিয়ে ৬ শাখা গঠন
অভিযোগ গান চেঞ্জ করা আর নাচানাচি করার সময় আপত্তি জানায় কনে পক্ষের লোকজন (Murder in marriage house)। শুরু হয় দু-পক্ষের হাতাহাতি, শুরু হয় বিয়ে বাড়িতে ভাঙচুর। অভিযোগ, আচমকা আশীষ বেদকে টেনে হিচড়ে বর পক্ষের কিছু লোকজন বিয়ের অনুষ্ঠানস্থলে নিয়ে আসে। আশীষকে গুলি করা হয় বলেও অভিযোগ। রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আশীষের।
আরও পড়ুন: Hemtabad: হেমতাবাদে খড়ের গাদায় তৃণমূল কর্মীর ভাইপোর অগ্নিদগ্ধ দেহ
পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, গুলি করে খুন করা হয় আশীষকে। গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত অমরাবতী ভাম্বে কলোনি হরি মন্দির সংলগ্ন এলাকা। আসানসোল-দুর্গাপুর পুলিশ জানিয়েছে এটা গুলির ঘটনা নয়, থেতলে খুন করা হয়েছে (Murder in marriage house)। ময়নাতদন্তর রিপোর্ট পাওয়ার পর জানা যাবে আশীষের মৃত্যুর আসল কারণ। এই ঘটনার পর বাতিল হয় বিয়ে, পন্ড হয়ে যায় বিয়ে বাড়ির অনুষ্ঠান। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।