Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদ জেলায় কমিউনিটি অডিটরের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো জেলার প্রশাসনিক সংস্থা (Job News)। সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।
মুর্শিদাবাদ জেলায় কাজের সুযোগ (Job News)
চাকরি প্রার্থীদের জন্য থাকছে মুর্শিদাবাদ জেলায় কাজের সুযোগ। জেলার এই কেন্দ্রে অস্থায়ী পদে কর্মী নিয়োগের কথা জানিয়েছে সংস্থা। চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে। নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়েছে ওয়েবসাইট-এর বিজ্ঞপ্তিতে (Job News)।
চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কমিউনিটি অডিটর পদে নিয়োগ করা হবে। জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। মূলত ইউনিটে অডিট সাপোর্টের কাজ করতে হবে নিযুক্তদের (Job News)।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীকে মহিলা প্রার্থী হতে হবে। তাঁদের উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বাণিজ্য নিয়ে উত্তীর্ণ হওয়া জরুরি। যোগ্য প্রার্থী না পাওয়া গেলে স্নাতকদের থেকেও গ্রহণ করা হবে আবেদন। একই সঙ্গে, ‘ন্যাশনাল রুরাল লাইভলিহুড’ মিশনের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসাবে দু’বছর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি (Job News)।

আরও পড়ুন: Shreyas Iyer: IPL-এ অধিনায়ক হিসেবে সফল, সেরা ছন্দে থেকেও দলে ব্রাত্য
আগ্রহীদের আবেদন করতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে। আবেদনের শেষ দিন আগামী ২ সেপ্টেম্বর। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই। বাকি বিস্তারিত তথ্য পাওয়া যাবে মূল বিজ্ঞপ্তিতে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য আগ্রহীদের প্রথমে জেলার প্রশাসনিক ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে ২ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া আছে ওয়েবসাইট-এ (Job News)।