Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ২৫ জন শিক্ষক নিয়োগ করা হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে। ইউজিসি নির্ধারিত নিয়ম মেনেই ঠিক করা হয়েছে আবেদনকারীদের যোগ্যতা (Job)।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ (Job)
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জারি হয়েছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। নোট শূন্যপদ ২৫। বিশ্ববিদ্যালয়ে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট পদের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে (Job)।
বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক পদে নিয়োগ হবে পর্যটন ও ভ্রমণ, ইতিহাস, ভূগোল, ইংরেজি, উদ্ভিদবিদ্যা এবং শারীরবিদ্যা বিভাগের জন্য নিয়োগ। মোট শূন্যপদের সংখ্যা ২৫। আবেদনকারীদের থাকতে হবে বিষয়ভিত্তিক স্পেশালাইজেশন। যার মধ্যে রয়েছে ট্যুর অপারেশন্স অ্যান্ড আইটিনিয়ারি প্রিপারেশন, ট্যুরিজম অ্যাকোমোডেশন ইন্ডাস্ট্রি, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, ফিজিক্যাল জিওগ্রাফি, পোস্টকলোনিয়াল লিটারেচার, জেন্ডার অ্যান্ড ওয়েমেন স্টাডিজ-সহ নানা বিষয়। নিযুক্তদের সুযোগ মিলবে প্রথমে ছ’মাস কাজের। তারপরে কাজের ভিত্তিতে এবং বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী তাদের মেয়াদ বাড়ানো হতে পারে।

আরও পড়ুন: India Singapore Ties : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মোদির, স্বাক্ষর হল একাধিক চুক্তি
আবেদনকারীদের যোগ্যতা ইউজিসি নির্ধারিত নিয়ম মেনেই ঠিক করা হয়েছে। তবে আবেদনকারীরা যদি কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকে তাহলে তারা আবেদন করতে পারবেন না। সংশ্লিষ্ট বিষয়ে যাদের পিএইচডি রয়েছে বা শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, তাঁরা অগ্রাধিকার পাবেন নিয়োগের ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম মেনেই দেওয়া হবে নিযুক্তদের সাম্মানিক (Job)।
আগামী ৮, ৯, ১০, ১২, ১৫ এবং ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের হবে। ওই দিন বিজ্ঞপ্তিতে বলা ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র সহ অন্য নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যদের নিয়োগের চূড়ান্ত বাছাই তালিকা প্রস্তুত করা হবে। নিয়োগ সংক্রান্ত বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে আবেদনকারীকে (Job)।