ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের অশান্ত (Murshidabad Unrest) পরিস্থিতি ঘিরে এবার তদন্তের দায়ভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আক্রান্ত পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতার নামে পরিকল্পিত চক্রান্ত চলছে জেলায়। সেই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা শক্তিগুলিকে চিহ্নিত করতেই এনআইএ-র তদন্ত প্রয়োজন।
ই-মেল করেও জবাব পাননি তাঁরা (Murshidabad Unrest)
বুধবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (Murshidabad Unrest) কাছে এই আবেদনের কথা জানান সুতি, শমসেরগঞ্জ এবং ধুলিয়ান এলাকার একাধিক বাসিন্দা। তাঁদের অভিযোগ, বাড়িতে বোমা ছোড়া হয়েছে, পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি। এমনকি পুলিশ সুপারকে ই-মেল করেও জবাব পাননি তাঁরা।
শুভেন্দুকে অনুমতি দেওয়া হয়নি (Murshidabad Unrest)
এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হন (Murshidabad Unrest) তাঁরা। প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন এবং বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে খবর। এই ঘটনার পাশাপাশি ধুলিয়ানে যাওয়ার অনুমতির জন্য হাই কোর্টের শরণাপন্ন হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর আইনজীবীর বক্তব্য, রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ধুলিয়ানে যেতে পারলেও শুভেন্দুকে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে এবং বুধবার দুপুরেই সেই মামলার শুনানি হওয়ার কথা।
ত্রাণ শিবির খুলতে চায় তারা
তবে এখানেই থেমে থাকেনি মুর্শিদাবাদের বিতর্ক। এক স্বেচ্ছাসেবী সংগঠন হাই কোর্টে আবেদন করেছে, অশান্তির জেরে ঘরছাড়া হওয়া মানুষদের জন্য ধুলিয়ানে তাঁবু ফেলে ত্রাণ শিবির খুলতে চায় তারা। কিন্তু জেলাশাসক তাঁদের সেই অনুমতি দেননি বলে অভিযোগ। বিষয়টি প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উত্থাপন করা হলেও পরে মামলাটি স্থানান্তর করা হয় বিচারপতি অমৃতা সিংহের এজলাসে।
একাধিক পদক্ষেপ করা হয়েছে
একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদও মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে। প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইন ঘিরে গত শুক্রবার থেকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে উত্তেজনা। পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত তিন জন, বহু মানুষ ঘরছাড়া, এবং আক্রান্ত বহু পরিবার প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।
আরও পড়ুন: Obscene Video Record: প্রেমিকের সঙ্গে মিলে মেয়ের গোপন ভিডিও রেকর্ড, গ্রেফতার মা!
এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়ে এনআইএ তদন্ত এবং সাংবিধানিক অধিকারের প্রশ্নে একাধিক পক্ষের আইনি পদক্ষেপ জটিলতা আরও বাড়াতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আদালতের রায়ের দিকেই এখন নজর গোটা রাজ্যের।