ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নিলেন বাংলাদেশের তারকা (Mushfiqur Rahim Retires)। তিনি ৩৬.৪২ গড়ে ৭৭৯৫ রান করে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে রান সংগ্রাহক হিসেবে কেরিয়ার শেষ করেছেন।
ফেসবুকে জানালেন সিদ্ধান্ত (Mushfiqur Rahim Retires)
বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ওয়ানডে ক্রিকেটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim Retires) আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওার কথা ঘোষণা করেছেন। তিনি নিজের ফেসবুক পেজে এই ঘোষণা করেন। এক সপ্তাহ আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর দেশে ফিরেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (Mushfiqur Rahim Retires)
২৭৪টি ওয়ানডে খেলে ৭৭৯৫ রান করেছেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim Retires)। তার ব্যাটিং গড় ৩৬.৪২। তিনি ৯টি শতরান এবং ৪৯টি অর্ধশতরান করেছেন। তিনি ২৫০-এর বেশি ওয়ানডে খেলা মাত্র পাঁচজন উইকেটকিপারের একজন। উইকেটকিপার হিসেবে তার ৭টি শতরান রয়েছে। তাঁর আগে রয়েছেন শুধুমাত্র কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট ও এমএস ধোনি।
খারাপ ফর্মের কারণে সমালোচনার মুখে
সাম্প্রতিক সময়ে মুশফিকের পারফরম্যান্স ভালো যাচ্ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ফর্ম ছিল খুবই বাজে। ভারতের বিরুদ্ধে তিনি শূন্য রানে আউট হন (গোল্ডেন ডাক)। নিউজিল্যান্ডের বিপক্ষে করেন মাত্র ২ রান। তার শেষ ওয়ানডে অর্ধশতক ছিল ২০২৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে। নভেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচে এবং নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে খেলতে পারেননি।
মুশফিকুর রহিমের আবেগঘন বার্তা
“আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি,” মুশফিকুর তার ফেসবুকে লেখেন। “আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ যাত্রার জন্য আমি কৃতজ্ঞ। হয়তো আমরা আন্তর্জাতিক পর্যায়ে বড় কিছু অর্জন করতে পারিনি, কিন্তু আমি যখনই বাংলাদেশের হয়ে খেলেছি, সব সময় ১০০ শতাংশ দিয়েছি। শেষ কয়েক সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। এখন বুঝতে পারছি, এটাই আমার ভাগ্য।”
তিনি আরও লেখেন, “আমি আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাই। গত ১৯ বছর ধরে তাদের জন্যই ক্রিকেট খেলেছি।”
আরও পড়ুন: Smith and Kohli: বিশ্বকে জানানোর আগে কোহলিকে অবসরের কথা জানিয়েছিলেন স্মিথ?
বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয় মুশফিকুর রহিমকে। তিনি ২০০৭ বিশ্বকাপে প্রথমবার নিজেকে প্রমাণ করেন। ভেটেরান উইকেটকিপার খালেদ মাসুদের জায়গায় সুযোগ পেয়েছিলেন এবং ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে অর্ধশতরান করেন। এরপর থেকে বাংলাদেশ দলের মিডল অর্ডারের অপরিহার্য অংশ হয়ে ওঠেন তিনি। শুধু ২০০৮ সালে সাময়িকভাবে দল থেকে বাদ পড়েছিলেন। এরপর প্রায় দুই দশক ধরে বাংলাদেশের ওয়ানডে দলে ছিলেন। তিনি ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত টানা ৯২টি ওয়ানডে খেলে বাংলাদেশের রেকর্ড গড়েছেন।
টেস্টে নজর এবার
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নেন মুশফিক। তিনি এখন পর্যন্ত ৯৪টি টেস্ট খেলেছেন। এভাবে খেলতে থাকলে, তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার মাইলফলক ছুঁতে পারেন।