ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রের জিয়লজিকাল সার্ভের খবর অনুসারে, ভূমিকম্পের (Myanmar Earthquake) কেন্দ্রস্থল ছিল সাগাইং শহরের ১৬ এবং ১৮ কিলোমিটার দূরে, যা মায়ানমারের রাজধানী নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
কেন্দ্রীয় মিয়ানমারে প্রবল ভূমিকম্প (Myanmar Earthquake)
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২.৫০-এ মায়ানমারের কেন্দ্রীয় অংশে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে (Myanmar Earthquake)। পরে ৬.৮ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিধ্বনি থাইল্যান্ড, চীন ও ভারতের বিভিন্ন অংশে (Myanmar Earthquake)
ভূমিকম্পের প্রভাব এতটাই প্রবল ছিল যে উত্তর থাইল্যান্ডের কিছু মেট্রো ও ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় (Myanmar Earthquake)। ব্যাংককে বহু ভবন কেঁপে ওঠে। চীনের ইউনান প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে, বেইজিংয়ের ভূমিকম্প সংস্থা জানিয়েছে। ভারতেরও বেশ কয়েকটি রাজ্যে হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। কলকাতা ও মণিপুরের কিছু এলাকায় কম্পন টের পাওয়া গেছে বলে পিটিআই সংবাদ সংস্থা জানিয়েছে।
ভয়াবহ দৃশ্য: ভবন ধসে নিখোঁজ ৪০ জন শ্রমিক
ভূমিকম্পের সময় ব্যাংককের বিভিন্ন অংশে মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ইনফিনিটি পুলের জল প্রচণ্ডভাবে ছিটকে পড়ছে। একটি ভিডিওতে ব্যাংককের চাতুচাক এলাকায় নির্মীয়মান একটি বহুতল ভবন ধসে পড়তে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৪০ জন শ্রমিক নিখোঁজ।
আরও পড়ুন: Yunus In China: ইউনূস-জিনপিং-এর দ্বিপাক্ষিক বৈঠক, রফতানির কথা এগোলো কতদূর?
মায়ানমারে সেতু ও আবাসিক ভবন ধসে পড়ার খবর
মায়ানমারে ইরাবতী নদীর ওপর একটি পুরনো সেতু ধসে পড়েছে। মন্ডালয় শহরের (যা সাগাইং থেকে মাত্র ২৪ কিমি দূরে) কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, তাউংগি শহরের কাছে এক বৌদ্ধ মঠ ভেঙে হয়েছে, যা থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি অবস্থিত।
আরও পড়ুন: Bike Swallowed: চলতে চলতে হঠাৎই উধাও বাইক, গিলে ফেলল রাস্তা
ভূমিকম্পপ্রবণ মায়ানমার
মায়ানমারে ভূমিকম্প কোনো নতুন ঘটনা নয়। ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে সাগাইং ফল্ট লাইনের আশেপাশে ছয়টি বড় ভূমিকম্প (৭.০ বা তার বেশি মাত্রার) হয়েছিল। ২০১৬ সালে বাগান শহরে ৬.৮ মাত্রার এক ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছিল এবং ঐতিহাসিক বহু মন্দির ও স্তূপ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ভূমিকম্প-প্রবণ দেশে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবা খুবই দুর্বল। পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকর্মীরা তৎপর হয়েছে।