ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি করার চেষ্টায় যখন উত্তাল রাজ্য-রাজনীতি। ঠিক তখনই নিজের বাড়ি থেকে উদ্ধার হল সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ (Mystery death)। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দু’দিন নিখোঁজ ছিল উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় (Satyajit Banerjee)। শুক্রবার বাড়ি ফেরেন তিনি। শনিবার সকালে নিজের বাড়ির ছাদের চিলেকোঠা থেকেই উদ্ধার হল ঝুলন্ত দেহ।
কিন্তু কেন এই পরিণতি? সত্যজিৎবাবু বাড়ি ফিরেছিলেন কখন? আত্মহত্যা নাকি খুন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পারিবারিক কোনও সমস্যা নাকি নেপথ্যে রাজনীতি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: West Bengal News: তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি খুনে গ্রেফতার ১
আরও পড়ুন: রাশিয়ার বিষ দিয়ে খুনের ষড়যন্ত্রের অভিযোগ, বিস্ফোরক অর্জুন সিং
উত্তর বারাকপুর পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আনন্দমঠ এলাকার বাসিন্দা তিনি। তাঁর বসতভিটেতে কাজ হচ্ছে। সেই কারণে এলাকারই একটি বাড়িতে সপরিবারে ভাড়া ছিলেন তিনি। জানা গেছে, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন ভাইস চেয়ারম্যান। শুক্রবার রাতে অবশ্য বাড়ি ফিরেছিলেন। পরে আবার বাইরে বেরিয়ে যান। পরিবারের কারও সঙ্গে বিশেষ কথাবার্তা বলেননি। মোবাইলটিও বাড়িতে রেখে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফেরেন। শনিবার সকালে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় বাড়ির চিলেকোঠা থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নোয়াপাড়া থানার পুলিশ।