ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘অপারেশন সিঁদুর’ এর পর সিঁদুরে মেঘ দেখচ্ছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুরের পাল্টা হিসেবে ভারতকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান(Pakistan)। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নবান্নর (Nabanna) ভারত-পাক যুদ্ধের আবহ, রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ নবান্নের। বাতিল করা হল রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ছুটি। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে।
আমজনতাকে ভয় না পাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর(Nabanna)
মঙ্গলবার মাঝরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। খতম হয়েছে কমপক্ষে শতাধিক জেহাদি। নষ্ট হয়েছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার মতো জঙ্গিগোষ্ঠীর একাধিক ঘাঁটি। এরপর ইসলামাবাদ পালটা আক্রমণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই গতকাল অর্থাৎ বুধবারই সাংবাদিক সম্মলন করে আমজনতাকে ভয় না পাওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “আতঙ্কিত হবেন না। বিভ্রান্ত হবেন না। দায়িত্বপ্রাপ্তরা নজর রাখছেন। কোনও তথ্য থাকলে জানাতে পারেন। মেসেজ করতে পারেন।” পাশাপাশি ভুল খবরে বিভ্রান্ত না হওয়ার বার্তাও দিয়েছিলেন।
বেসরকারি স্কুলগুলিকে গরমের ছুটি দেওয়ার অনুরোধ(Nabanna)
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি স্কুলগুলিকে গরমের ছুটি দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, “রাজ্যের স্কুলগুলো ছুটি আছে। প্রাইভেট স্কুলগুলিকে বলব তারা যদি অনুগ্রহ করে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে ছুটি দিয়ে দেন ভাল হয়। বাচ্চারা বাড়ি থাকলে ভাল। সেখানে থেকে পড়াশোনা করবে।” একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্য প্রস্তুত রয়েছে। মনিটারিং চলবে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, “চিন্তা করার কোনও ব্যাপার নেই। প্যানিক হওয়ার ব্যাপার নেই।”
যুদ্ধের আবহে সরকারি কর্মীদের ছুটি বাতিলের ঘোষণা(Nabanna)
বুধবারের পর ভারত-পাক যুদ্ধের আবহে আজ নবান্ন(Nabanna) থেকে বিজ্ঞপ্তি জারি। এবার সমস্ত রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করল নবান্ন। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ছাড় মিলবে। তবে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। শুধু তাই নয়, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছে নবান্ন।তবে যারা বর্তমানে অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়। এই ছুটি বাতিলের নির্দেশে যুদ্ধ নিয়ে আমজনতার ভয় যে আরও খানিকটা জাঁকিয়ে বসেছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: Semester System: বার্ষিক নয়, এবার ধাপে ধাপে! উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতির পথে পশ্চিমবঙ্গ