ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ার দৌলতে, সেলিব্রিটিদের বিয়ে (Naga Chaitanya Marriage) দেখা এখন কোনও ব্যাপার নয়। কিন্তু সেটা যদি হয় পুঙ্খানুপুঙ্খ ভাবে? তারকারা কেমন ভাবে নিয়ম মানছেন, খুঁটিনাটি সবটাই জানা যায়। আর সেই ব্যবস্থায় ইদানিং কিন্তু হচ্ছে। তবে একটু ব্যতিক্রমী উপায়ে। আর সেই রাস্তাতেই কি হাঁটছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য (Naga Chaitanya) আর শোভিতা ধূলিপালা (Sobhita Dhulipala)?
সব দেখবেন সাধারণ মানুষ (Naga Chaitanya Marriage)
সাধারণ মানুষও দেখতে পাবেন তাঁদের রূপকথার বিয়ে। এর আগেও দক্ষিণী তারকা নয়নতারার রাজকীয় বিয়ে বিক্রি হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি তা তথ্যচিত্র রূপে প্রকাশ হয়েছে। এবার নতুন গুঞ্জন শুরু হয়েছে, নাগা আর শোভিতার বিয়ে নিয়ে (Naga Chaitanya Marriage)। গত চার বছরের প্রেমকে তারা অবশেষে স্বীকৃতি দিতে চলেছেন।
স্বত্ত্ব বিক্রি কার কাছে? (Naga Chaitanya Marriage)
শোনা যাচ্ছে, আগামী চার ডিসেম্বর তাঁদের বিয়ে। এরই মধ্যে খবর রটছে, নেটফ্লিক্স এর কাছে ৫০ কোটি টাকার বিয়ের ভিডিয়োর সত্ব বিক্রি করতে চলেছেন তাঁরা (Naga Chaitanya Marriage)। সত্যি কি তাই? জল্পনা কি সত্যি হতে চলেছে? এখানে দুটো মত আছে। অনেকেই বলছেন, এসব কিছুই হবে না। বরং পারিবারিক রীতি মেনে, একেবারে পারিবারিক ভাবেই বিবাহ অনুষ্ঠান রাখা হবে। নাগা আর শোভিতা চান, তাদের জীবনের গুরুত্বপূর্ণ দিনটিকে একদমই ব্যক্তিগত রাখতে। তাই এক্ষেত্রে ওয়েডিং ফিল্মের কোনও প্রশ্নই নেই।
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: বাপের বাড়ির সঙ্গেও ঐশ্বর্যার বনিবনা নেই! গুলিয়ে যাচ্ছে ব্যক্তিগত সম্পর্ক
সাদামাটা বিয়ের চাহিদা
আর তাছাড়া এর আগে, অভিনেত্রী শোভিতা বলেছিলেন, তিনি ভীষণ সাদামাটা ভাবে বিয়ের অনুষ্ঠান করতে চান। বিয়ের অনুষ্ঠান সাদামাটা রাখলে তাতে নিষ্ঠার কোনও অভাব হবে না। এই যে নেটফ্লিক্স কিংবা অন্য কোনও প্ল্যাটফর্মে বিয়ের ভিডিয়োর সত্ব বিক্রির খবর হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন। বলছেন অনেকেই।
আগের প্রেম ও বিয়ে
প্রসঙ্গত, ২০১০ সালে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে প্রথম কাজ করেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। তারপরেই একে অপরকে মন দেন। ২০১৭ সালে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুসারে গোয়ায় বিয়ে সারেন। কিন্তু ২০২১ সালে অক্টোবরে অফিসিয়ালি বিচ্ছেদের ঘোষণা করেছিলেন তাঁরা।
আরও পড়ুন: Adrit Roy: আদৃতের উকিল হওয়ার জন্য নতুন জার্নি শুরু, অভিনয় কি ছেড়ে দিলেন?
বর্তমান বিয়ের প্রস্তুতি
আপাতত নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বিয়ের প্রস্তুতি চলছে। সামান্থা রুথ প্রভু যদিও নাগার এই বিয়ের প্রস্তুতিতে কোনও রকম মন্তব্য করেননি । তবে বিভিন্ন সাক্ষাৎকারে জানা যায়, তিনি কোনও আক্ষেপ করেন না এই সম্পর্ক নিয়ে।
সব গল্প রূপকথা হয়না
কারণ, সামান্থা বিয়ের গাউন কেটে ড্রেস বানিয়েছিলেন। আর কেনই বা তা করলেন সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন, “প্রথমে খুব কষ্ট হয়েছিল । তারপর ঠিক করলাম বদলে দেব, আমি এর মালিক। আমি এখন আলাদা হয়ে গেছি। ডিভোর্স হয়ে গেছে । সব সময় তো আর, সব গল্প রূপকথা হয় না। তার মানে এই নয় যে কোনায় বসে আমি কেদেঁই যাব। এটা হয়েছিল ঠিকই ,তবে তার মানে এই নয় যে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমি খুশি। ভালোভাবে কাজ করছি। ভালো মানুষদের সঙ্গে কাজ করছি। আমার জীবনের পরবর্তী পর্যায়ের অপেক্ষায় আছে এখন।”