ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নালসা বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫ (NALSA Veer Parivar Sahayata Yojana 2025) নামে এই নতুন উদ্যোগের লক্ষ্য হল ভারতীয় সৈন্যদের কঠিন ভূখণ্ড এবং প্রত্যন্ত অঞ্চলে কাজ করার সময় তাদের অভ্যন্তরীণ আইনি বোঝা থেকে মুক্তি দেওয়া।
দেশের ইতিহাসে প্রথমবার সেনা পরিবারদের proactive আইনি সহায়তা (NALSA Veer Parivar Sahayata Yojana 2025)
ভারতের ইতিহাসে এই প্রথমবার, সেনা সদস্যদের পরিবারের জন্য আইনি সহায়তা নিজে থেকেই (proactively) প্রদান করবে সরকার। নতুন এই উদ্যোগের নাম ‘NALSA বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫’ (NALSA Veer Parivar Sahayata Yojana 2025)। এর উদ্দেশ্য হলো, দেশের প্রত্যন্ত অঞ্চলে কঠিন পরিবেশে নিযুক্ত সেনা সদস্যদের যেন পারিবারিক আইনি সমস্যার বোঝা বইতে না হয়। এই ঐতিহাসিক বিচারগত পদক্ষেপের বার্তা স্পষ্ট, “তোমরা সীমান্তে দেশ রক্ষা করো, আমরা ঘরে তোমাদের পরিবারকে দেখব।”
শ্রীনগরে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিচারপতি সূর্যকান্ত (NALSA Veer Parivar Sahayata Yojana 2025)
আজ শ্রীনগরে এক সম্মেলনে এই যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA)-র কার্যনির্বাহী চেয়ারম্যান এবং ভারতের আগামী প্রধান বিচারপতি সূর্যকান্ত (NALSA Veer Parivar Sahayata Yojana 2025)। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
‘অপারেশন সিন্দুর’-এর পর ভাবনা এসেছিল
সূত্র মারফত জানা গিয়েছে, ‘অপারেশন সিন্দুর’-এর সময় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ দেখে বিচারপতি সূর্যকান্ত অত্যন্ত প্রভাবিত হন। এরপর থেকেই তিনি ভাবতে শুরু করেন, কীভাবে বিচার বিভাগ সেনাদের মঙ্গলার্থে আরও সরাসরি ভূমিকা নিতে পারে। জানা গিয়েছে, বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেছিলেন যে, আইনি পেশাজীবীদের দায়িত্ব রয়েছে এমন মানুষদের পাশে দাঁড়ানো যারা দেশ রক্ষায় নিয়োজিত। এই ভাবনারই ফল হল এই নতুন যোজনা।
কেন দরকার ছিল এই প্রকল্প?
দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা ছিল — দূরবর্তী বা দুর্গম অঞ্চলে পোস্টেড সেনারা প্রায়ই পারিবারিক জমিজমা, বিবাহবিচ্ছেদ, সম্পত্তি বিতর্ক বা অন্যান্য মামলায় নিজে উপস্থিত থাকতে পারেন না। উদাহরণ হিসেবে, কেরালা বা তামিলনাড়ুর একটি সেনা সদস্য যদি জম্মু ও কাশ্মীরে পোস্টেড থাকেন, তবে তিনি নিজের রাজ্যের আদালতে উপস্থিত হওয়ার ছুটি নাও পেতে পারেন। এতে মামলা ঝুলে থাকে বা অন্যায়ের শিকার হন তার পরিবার। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই NALSA সরাসরি হস্তক্ষেপ করবে এবং দেশের যেকোনও আদালতে সেই মামলাগুলি প্রতিনিধিত্ব করবে।
আধা-সামরিক বাহিনীর সদস্যরাও পাবে এই সুযোগ
শুধু সেনা নয়, এই প্রকল্পের আওতায় থাকবেন বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP)-এর মতো আধা-সামরিক বাহিনীর সদস্যরাও। যারা দুর্গম, ঝুঁকিপূর্ণ অঞ্চলে কাজ করেন, তারাও এই আইনি সহায়তা পাবেন।
২৪ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সূর্যকান্তের ঐতিহাসিক পদক্ষেপ
২৪ নভেম্বর প্রধান বিচারপতির পদে দায়িত্ব নেওয়ার আগে বিচারপতি সূর্যকান্তের এই পদক্ষেপ বিচারব্যবস্থার সামাজিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে জায়গা করে নিল। এটি শুধু একটি আইনি যোজনা নয়, একটি প্রতিশ্রুতি, দেশের যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি।