ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নন্দিনী দত্ত (Nandini Dutta) ও তিতিক্ষা দাস (Titiksha Das) দুজন খুব ভালো বন্ধু। তবে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন (Nandini-Titiksha)। দর্শকের মনে প্রশ্ন, তাহলে সিরিয়াল শেষ হওয়ার কয়েক মাস পরেই কি ভেঙে গেল তাঁদের বন্ধুত্ব? তাঁরা নিজেদের বোন বোন করে বড়াই করতেন। তাহলে কী সব শেষ? আসলে তাঁদের দুই বোনের মিষ্টি জুটি ছিল দর্শকের ভীষণ প্রিয়। তাঁরা একে অপরের খুব কাছের বন্ধু হয়ে উঠেছিলেন। শুধু পর্দায় নয়, বাস্তবেও একে অপরকে বোন বলে মনে করতেন এই দুই অভিনেত্রী।
একে অপরকে আনফলো (Nandini-Titiksha)
নন্দিনী ও তিতিক্ষা (Nandini-Titiksha) পরস্পরকে আনফলো করেছেন। যদিও তাঁদের ছবি ভিডিও সবই রয়েছে ইনস্টাগ্রামে। হঠাৎ নিজেদের মধ্যে কি এমন ঘটলো? যার জন্য আনফলো করলেন নিজেরা! পর্দার মত দুই বোন হিসাবেই দর্শকের কাছে পরিচিত এই দুই জনপ্রিয় অভিনেত্রী। ফলে নিজেদের মধ্যে আনফলো করার বিষয়টাকে অনুরাগীরা মেনে নিতে পারছেন না।
যমজ বোনের অভিনয় (Nandini-Titiksha)
‘দুই শালিক’ ধারাবাহিকে যমজ বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন নন্দিনী ও তিতিক্ষা (Nandini-Titiksha)। ধারাবাহিকে জুডো কুইন ছিলেন নন্দিনী ও আঁখির ভূমিকায় দেখা গিয়েছিল তিতিক্ষাকে। ভীষণ জনপ্রিয় হয়েছিল দু’জনের জুটি। দর্শক দু’জনকে দেখতে বেশ পছন্দ করত। দু’জন একসঙ্গে রিল, ভিডিও ও ছবি পোস্ট করতেন। বহুবার তাঁদেরকে বলতে শোনা গিয়েছিল, পর্দার মতো বাস্তবেও তাঁদের সম্পর্ক বেশ ভালো।
আরও পড়ুন: Ahona Dutta: অহনার কোলে সন্তান, কিন্তু অভিনেত্রীর মায়ের কোল শূণ্য! কেঁদে ফেললেন চাঁদনী
কে কী করেছেন?
সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রীরা একে অপরের আনফলো করায় মন ভেঙেছে অনুরাগীদের। তাহলে কী আর সত্যি সত্যি বন্ধুত্ব নেই তাঁদের মধ্যে? যদিও এ বিষয়ে অভিনেত্রীরা কিছুই প্রকাশ্যে আনেননি। সম্প্রতি শোনা গিয়েছে, ছোট পর্দায় নন্দিনী কামব্যাক করছেন নতুন ধারাবাহিকে। নতুন ধারাবাহিকটিতে থাকতে পারেন অভিনেতা মৈনাক, সোমরাজ মাইতি, অভিষেক কন্যা সাইনাও। অপরদিকে তিতিক্ষা নতুন কোনও ধারাবাহিকে ফিরছেন কিনা জানা যায়নি। শোনা গিয়েছে, আপাতত তিনি ওয়েব সিরিজে ফিরবেন বলে।
আরও পড়ুন: Idhika Paul: মহালয়ায় নতুন চমক, দুর্গা রূপে ইধিকা পাল!
টেকনিক্যাল সমস্যা
শুধুমাত্র ইনস্টাগ্রামে আনফলো করা হয়েছে বলে বা দেখা যাচ্ছে না বলে এটা মনে করা যায় না যে, বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, নন্দিনী ও তিতিক্ষা (Nandini-Titiksha) একে অপরের খুব ভালো বন্ধু। হয়ত টেকনিক্যাল কোনও সমস্যার জন্য এমনটা হয়েছে। কারণ এর আগেও দেব-রুক্মিনী (Dev-Rukmini), যশ-নুসরাতের (Yash-Nusrat) ক্ষেত্রে এমন সমস্যা দেখা গিয়েছিল। তাই ইনস্টাগ্রামে আনফলো দেখে ধরে নেওয়া উচিত নয় যে, নন্দিনী তিতিক্ষার বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছে।