Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৭৫তম জন্মদিনে প্রধানমন্ত্রী (Narendra Modi Birthday) নরেন্দ্র মোদি দিলেন এক জোরালো বার্তা। পাকিস্তানের বিরুদ্ধে সেনার চালানো ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়ে দিলেন, আজকের ভারত আর আগের মতো নেই। যারা হুমকি দেয়, তাদের ঘরে ঢুকেই জবাব দিতে জানে। মধ্যপ্রদেশের ধারে অনুষ্ঠিত এক জনসভায় প্রধানমন্ত্রী জানান, এই অভিযানে ভারতীয় সেনা শত্রুর ঘাঁটি চূর্ণ করে এসেছে, আর সেই সাফল্য স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদও।
৯টি জঙ্গি ঘাঁটিকে নিশানা করে ভারতীয় সেনা (Narendra Modi Birthday)
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন (Narendra Modi Birthday) ভারতীয়ের প্রাণহানির ঘটনার পরই এই প্রতিক্রিয়ায় নামে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে থাকা মোট ৯টি জঙ্গি ঘাঁটিকে নিশানা করে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী মোদি বলেন, “জইশ নেতা নিজেই স্বীকার করেছেন, অভিযানে মাসুদ আজহারের পরিবারের সদস্যরাও নিকেশ হয়েছে।”
পরমাণু হামলার হুমকি (Narendra Modi Birthday)
এই প্রেক্ষিতেই পাক সেনাপ্রধান আসিম মুনির পরমাণু হামলার হুমকি (Narendra Modi Birthday) দেন বলে অভিযোগ ওঠে। কিন্তু সেই হুমকির জবাবও দেন মোদি, স্পষ্ট ভাষায় বলেন, “এটা নতুন ভারত। আমরা কাউকে ভয় করি না। আমাদের সেনা জানে কীভাবে শত্রুর ঘরে ঢুকে তাদের শেষ করে আসতে হয়।” মোদির বক্তব্য, এই অভিযান শুধু জইশের মুখোশ খুলে দেয়নি, বরং ইসলামাবাদের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলোর মুখোশও টেনে নামিয়েছে। এও জানান, ভারতের হাতে আজ শক্তি আছে, সাহস আছে, এবং আছে জবাব দেওয়ার মত প্রস্তুতি।
সংঘর্ষবিরতিতে সম্মত হয়
এই অভিযান ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়। প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান সীমান্তে হামলা চালানোর চেষ্টা করলেও ভারত তা প্রতিহত করে। পাল্টা জবাবে ভারতের তরফে পাকিস্তানের একাধিক সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত উভয় দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

আরও পড়ুন: Milk Price Drop: কমল দুধ, বাটার, আইসক্রিমের দাম!
প্রধানমন্ত্রীর জন্মদিনে এই অভিযানের খবর সামনে আসায়, দেশজুড়ে এক অনন্য আবেগের সৃষ্টি হয়েছে। মোদি বার্তা দিয়েছেন, “ভারত শান্তি চায় ঠিকই, তবে যদি কেউ চোখ রাঙায়, তার উপযুক্ত জবাব দিতেও পিছপা হবে না।” তাঁর এই বক্তব্যে ভারতের আত্মবিশ্বাস ও প্রতিরক্ষা কৌশলের দৃঢ় অবস্থানই প্রতিফলিত হয়েছে।