ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাকুম্ভে পুণ্যের ডুব দিতে প্রয়াগরাজে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, আগামী ৫ ফেব্রুয়ারি প্রয়াগরাজ মহাকুম্ভে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও যাবেন আস্থার ডুব দিতে। মহাকুম্ভে যাওয়ার সম্ভাবনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। সেখানে বিরাট ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন রাষ্ট্রপতি।
গত ১০ জানুয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে তাঁর দিল্লির বাসভবনে দেখা করেন। ব্যক্তিগতভাবে তাঁকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। সূত্রের খবর, মহাকুম্ভে (Mahakumbh) অংশগ্রহণের ইচ্ছা তাঁরও যে রয়েছে, সেকথা যোগীকে নিজমুখেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, মহাকুম্ভের জন্য বর্তমানে প্রয়াগরাজে যে বিপুল জনসমাগম হচ্ছে তাতে প্রধানমন্ত্রী সেখানে গেলে নিরাপত্তার কড়াকড়ির কারণে মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে।
আরও পড়ুন: INS Kirch: নৌবাহিনীর গর্ব আইএনএস কির্চ-এর ২৪তম বর্ষপূর্তি উদযাপন
মহাকুম্ভতে পা রাখতে পারেন প্রধানমন্ত্রী (Narendra Modi)
প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ। দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছে সেই মেলায়। জনসমাগমে ভরে উঠেছে মহাকুম্ভ। এবার মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এমনই সম্ভাবনার কথা শোনা গিয়েছে। তবে প্রধানমন্ত্রী আসলে বাড়তি নিরাপত্তার প্রয়োজন। অপরদিকে মহাকুম্ভে একধিক মানুষের ভিড়ে তাঁকে দেখার জন্যে আলাদা করে ভিড় জমাবেন সাধারণ মানুষ। তাই সেসবের কথা ভেবে এখনই প্রয়াগরাজে আসার সিধান্ত নিচ্ছেনা মোদী। জানা গিয়েছে, পুণ্যার্থীদের ভিড় একটু শিথিল হলে তবেই মহাকুম্ভতে পা রাখতে পারেন প্রধানমন্ত্রী।
নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী প্রয়াগরাজ যেতে পারেন বলে সূত্রের খবর। প্রয়াগরাজে গঙ্গাপুজো করার পাশাপাশি অমৃতস্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া সেখানে অস্থায়ী আখড়ায় থাকা সাধুদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Scramjet Engine Ground Test: ভারতের হাইপারসনিক প্রযুক্তিতে অগ্রগতি! সাফল্যের পথ দেখাচ্ছে ডিআরডিও
প্রধানমন্ত্রীর পর কুম্ভ মেলায় পা রাখতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১০ ফেব্রুয়ারি প্রয়াগরাজে অমৃতস্নান যেতে পারেন তিনি। এছাড়া ১ ফেব্রুয়ারি সঙ্গমে স্নান করতে যেতে পারেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। শোনা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) যাবেন প্রয়াগরাজে। আগামী ২৭ জানুয়ারি সোমবার প্রয়াগরাজে যাওয়ার কথা রয়েছে তাঁর। ভিভিআইপিদের আগমন উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যদিও সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও কোনও রাষ্ট্রনেতার সফরের তারিখ ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া মহাকুম্ভ (Mahakumbh) চলবে সেই শিবরাত্রি অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবারে প্রথম অমৃত স্নান হওয়ার পর, ফের অমৃতস্নানের যোগ রয়েছে চলতি মাসের ২৯ তারিখ মৌনি অমাবস্যা, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বসন্ত পঞ্চমী, ১২ তারিখ মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে।