ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার বিহারের মধুবনীতে (Narendra Modi On Pahalgam Attack) একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও। বক্তব্যের শুরুতেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন মোদী। সমাবেশে আসা হাজার হাজার মানুষকে কয়েক মুহূর্ত নীরবতা পালন ও নিহতদের স্যালুট জানানোর আহ্বান জানান তিনি।
‘মুহুর্তের জন্য নীরবতা পালন করুন’ (Narendra Modi On Pahalgam Attack)
প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi On Pahalgam Attack) আজ বলেন, ‘শুরু করার আগে, আমি আপনাকে অনুরোধ করতে চাই যে আপনারা যেখানে আছেন সেখানে বসে কয়েক মুহুর্তের জন্য নীরবতা পালন করুন এবং ২২ তারিখে আমরা যে পরিবারের সদস্যদের হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন। তারা তাদের নিজ নিজ আরাধ্য দেবদেবীদের শ্রদ্ধা জানাবেন। তারপরই শুরু করব।’
‘শোক এবং রাগ মিলেমিশে এক হয়ে গিয়েছে’ (Narendra Modi On Pahalgam Attack)
মোদী বলেন, কোটি কোটি ভারতবাসী আজ শোকগ্রস্ত। নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। যাঁদের চিকিৎসা চলছে, তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সরকার সব রকম চেষ্টা করছে (Narendra Modi On Pahalgam Attack)।” একই সঙ্গে মোদী বলেন, “এই জঙ্গি হামলায় কেউ পুত্রকে হারিয়েছেন, কেউ ভাইকে হারিয়েছেন, কেউ স্বামীকে হারিয়েছেন। তাঁদের কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়ে কথা বলতেন, কেউ কেউ ছিলেন মরাঠি, আবার কেউ বিহারের সন্তান। আজ তাঁদের মৃত্যুতে কার্গিল থেকে কন্যাকুমারী— আমাদের শোক এবং রাগ মিলেমিশে এক হয়ে গিয়েছে।”
আরও পড়ুন: Pahalgam Attack: জঙ্গিকে আসতে দেখেই কলমা পড়ে প্রাণ রক্ষা অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যের
‘সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে’
পহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে ভারতের আত্মার উপর হামলা বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে।..১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে।”
‘ন্যায়বিচারের জন্য গোটা দেশ দৃঢ়প্রতিজ্ঞ’
মোদী বলেন, “যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত।” মোদী বলেন, “সন্ত্রাসবাদ বিচারের আওতার বাইরে থাকতে পারে না। ন্যায়বিচারের জন্য সব পদক্ষেপ করা হচ্ছে। যাঁরা মানবতাবাদকে সমর্থন করেন, তাঁরা আমাদের সঙ্গে রয়েছেন। ন্যায়বিচারের জন্য গোটা দেশ দৃঢ়প্রতিজ্ঞ।”