ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুঁড়িয়ে গেল একের পর এক পাক জঙ্গিঘাঁটি (Operation Sindoor)। পহেলগাঁও হামলার ঠিক দু’সপ্তাহের মাথায় বদলা ভারতের। সেনার এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এবং গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হামলার পরই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকেন তিনি। সেই বৈঠকেই অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন তিনি। অপারেশন সিঁদুরের পর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোদি এই কথা বলেন। ভারতের তিন সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাঁরা চমৎকার কাজ করেছেন। গোটা দেশ তার জন্য গর্বিত। অপারেশন সিঁদুর নামটি দেওয়া স্বয়ং প্রধানমন্ত্রী মোদির।
মাথার সিঁদুর মুছে দেওয়ার জবাব (Operation Sindoor)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই অপারেশনের নামকরণ করেছেন। পাকিস্তানের উপর বদলা নেওয়ার জন্য ভারতীয় সেনার এই অপারেশনের এ হেন নামকরণ করার পিছনে তাৎপর্য রয়েছে (Operation Sindoor)। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় একাধিক মহিলা বিধবা হয়েছেন। হিন্দু পরিচয় জিজ্ঞাসা করে একাধিক ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে দাবি করেছিলেন প্রত্যক্ষদর্শী প্রিয়জনেরা। অনেকে জানিয়েছিলেন, মাথায় সিঁদুর দেখলেই গুলি চালাচ্ছিল জঙ্গিরা। মাথার সিঁদুর মুছে দেওয়ার জবাব দিল ভারত। আর তাই ভারতীয় সেনার এই অপারেশনের নাম ‘সিঁদুর’ রেখেছেন প্রধানমন্ত্রী।
‘দেশের জন্য গর্বের মুহূর্ত’ (Operation Sindoor)
কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বললেন, “এটা গোটা দেশের জন্য গর্বের মুহূর্ত।” মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশে বললেন, “আমাদের সেনা আধিকারিকরা সামান্য সময়ের মধ্যে নিখুঁত অপারেশন চালিয়েছেন। এবং এই অপারেশন সফলভাবে শেষ হয়েছে।” (Operation Sindoor) সূত্রের খবর, প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, “আগাম প্রস্তুতি এবং নিখুঁত পরিকল্পনা মেনে সেনার এই সফল প্রত্যাঘাত প্রশংসনীয়।” প্রধানমন্ত্রী বলেন, “গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে ছিল। আমরা আমাদের সেনার জন্য গর্বিত।”
দিল্লিতে তৎপরতা শুরু
অপারেশন সিঁদুর সফলভারবে শেষ করার পরই দিল্লিতে তৎপরতা শুরু হয়েছে। সেনার অপারেশনের পর তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবদের নিয়ে বৈঠক করছেন। বাংলা, সিকিম-সহ ১০টি রাজ্য ওই বৈঠকে অংশ নিয়েছে। এদিকে বৃহস্পতিবার সংসদ ভবনে সর্বদল বৈঠকও ডেকেছে কেন্দ্র। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে একেবারে নিখুঁত লক্ষ্যে হামলা চলেছে। জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার ঘাঁটিতে নিখুঁত আক্রমণ চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। ভারতীয় সেনার এই অভিযান এবং সাফল্যে ঘুম উড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। থরহরিকম্প পাকিস্তান।