Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ছাব্বিশের আগে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক ও বিরোধীরা। তৃণমূল যখন একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে, তখন পাল্টা মোদি-চালে মাত দিতে তৈরি হচ্ছে বিজেপিও। তৃণমূলের শহিদ দিবস, ২১ জুলাইয়ের আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেদিন মঞ্চে থাকবেন বঙ্গ বিজেপি সমস্ত শীর্ষ নেতারা। মোদির সফরের প্রস্তুতিতে ৭ সদস্য কমিটি গঠন করা হয়েছে বলেই সূত্রের খবর।
ফের বাংলা সফরে মোদি(Narendra Modi)
সূত্রের খবর, আগামী ১৮ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সম্ভাব্য বাংলা সফর। দমদম কিংবা বারাসতের কোথাও জনসভা হতে পারে। জানা যাচ্ছে, বারাসত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর – এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন মোদি। এসব জায়গার নেতা, কর্মী, সমর্থকরা ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে খবর।
২৬-র ভোটে বঙ্গ বিজেপির ‘ক্যাপ্টেন’ শমীক(Narendra Modi)
প্রতিবারের মতো এবারও বাংলা দখলে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির। ইতিমধ্যে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল করা হয়েছে। ছাব্বিশের ভোটে বঙ্গ বিজেপির ‘ক্যাপ্টেন’ শমীক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারের পর রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তথা ‘আদি’ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার পর তিনি বলেন, ‘এবার দুশো পার নয়, তৃণমূলকে পরপারে পাঠাব’! সেক্ষেত্রে তাঁর কাছে বড় চ্যালেঞ্জ, আগামী বিধানসভা ভোটে পদ্মশিবিরের ঝুলিতে আরও বেশ কিছু আসন নিয়ে আসা।
দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভার সম্ভবনা
প্রসঙ্গত উল্লেখ্য, মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেই জনসভা থেকে আগামী নির্বাচনে রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন। সেই থেকেই গুঞ্জন ছিল, এবার দক্ষিণবঙ্গ সফরে কবে আসবেন তিনি। সেই গুঞ্জন সরিয়ে এবার বিজেপি সূত্রে খবর, আগামী ১৮ জুলাই ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। দক্ষিণবঙ্গের এমনিতে পদ্ম ব্রিগেড সাংগঠনিকভাবে দু্র্বল। এখানে বিজেপির জেতা আসন সংখ্যা কম। তাই আসন্ন সফরে দলকে চাঙ্গা করতে ভোকাল টনিক দিতে চলেছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের আগে মোদির এই সভা নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ।