ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মালদায় তৃণমূলের শীর্ষনেতা দুলালচন্দ্র খুনে গ্রেফতার হয় দলেরই আরেক শীর্ষনেতা নরেন্দ্রনাথ(Narendranath Tiwari Expelled)। খুনের অপরাধে নরেন্দ্রনাথের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ দল তৃণমূল কংগ্রেসের। নরেন্দ্রনাথকে বহিষ্কার করা হল দল থেকে। মালদহ জেলা তৃণমূল সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তৃণমূলের শহর সভাপতিকে ৬ বছরের জন্য বহিষ্কার করলো দল(Narendranath Tiwari Expelled)।
নন্দু ও বাবলা ছিলেন অন্তরঙ্গ বন্ধু (Narendranath Tiwari Expelled)
গত ২ জানুয়ারি সকালে মালদার ইংরেজবাজার শহরে নিজের কারখানার কাছে খুন হন তৃণমূল কাউন্সিলার দুলালচন্দ্র সরকার ওরফে বাবলা। সেই ঘটনায় ৮ তারিখ গ্রেপ্তার হন নরেন্দ্রনাথ ওরফে নন্দু। এক সময় এই নন্দু ও বাবলা ছিলেন অন্তরঙ্গ বন্ধু(Narendranath Tiwari Expelled)। কংগ্রেসে রাজনীতির একসাথে হাতেখড়ি দুজনের, পরে একই সঙ্গে দুই বন্ধু যোগ দেন তৃণমূলে। আজ সেই বাল্যবন্ধুই খুন করলো নিজের বন্ধুকেই।
জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথকে (Narendranath Tiwari Expelled)
গতকালই ইংরেজবাজার পুরসভার বর্তমান কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় ঘটনার ৬ দিনের মাথায় গ্রেফতার করা হয় এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারিকে(Narendranath Tiwari Expelled)। ধৃত ৫ জনের সঙ্গে মুখোমুখি বসিয়ে ২১ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথকে। এই ঘটনায় মোট গ্রেফতার করা হয় ৭ জনকে। এখনও অধরা দুই অভিযুক্ত কৃষ্ণ ওরফে রোহন রজক ও বাবলু যাদব। তাদের খোঁজ চলছে।
আরও পড়ুন:TMC Leader Murder News: দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূলের জেলা সহ-সভাপতি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
পুলিশের কাছে কী বললেন নরেন্দ্রনাথ?
বাবলার খুনের ঘটনার পর নরেন্দ্রনাথ বলেন,‘বাবলাকে এলাকায় ঢুকে দুষ্কৃতীরা মেরে দেবে, এটা ভাবাই যায় না। একটা গভীর ষড়যন্ত্র কাজ করেছে। পুলিশ সত্যিটা মানুষের সামনে তুলে ধরুক।‘ কিন্তু অবশেষে সত্যিটা স্বীকার করেছেন তিনি নিজের মুখেই। পুলিশ সূত্রে খবর, মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের কথা কবুল করেছেন দলের ইংরেজবাজার শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি এও স্বীকার করেছেন কুখ্যাত দুষ্কৃতী স্বপন শর্মা তাঁর ঘনিষ্ঠ। সাথে পুলিশ এও জানায়, ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর তথা মালদহের তৃণমূল সহ-সভাপতি দুলালকে খুনের জন্য ৫০ লক্ষ টাকার সুপারি দিয়েছিলেন নরেন্দ্রনাথ।
আরও পড়ুন:TMC Councilor Murder Case: দুলালচন্দ্র খুনে গ্রেফতার তৃণমূলেরই আর এক নেতা
বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা আব্দুল রহিম বক্সির
এই ঘটনায় তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছিলেন,‘রাজ্য নেতৃত্বের তরফে মালদহ জেলা কমিটিকে নরেন্দ্রনাথ তিওয়ারি সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। বেলা আড়াইটেয় মালদহ জেলা কমিটি এ বিষয়ে ঘোষণা করবে।‘ অবশেষে বৃহস্পতিবার দুপুর আড়াইটেয় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে নরেন্দ্রনাথকে দল থেকে বহিষ্কারের(Narendranath Tiwari Expelled) সিদ্ধান্ত ঘোষণা করেন মালদহের তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি।
কী বললেন দুলালের স্ত্রী চৈতালি?
নিহত দুলালচন্দ্রের স্ত্রী চৈতালি সরকার বলেন, “আমার যেটা মনে হচ্ছে, পুলিশ সঠিক তদন্তের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আরও কিছু মাথা থাকতে পারে, আমি আন্দাজ করছি। আমার নেত্রী, আমার মাননীয়া মুখ্যমন্ত্রীর উপরে এবং রাজ্য সভাপতি-সহ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছি।”