Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘরে ফেরার পথ নারীর জন্য কতটা সহজ (National Crime Records Bureau)? রাত বাড়লে কি নিরাপত্তা আরও অনিশ্চিত হয়ে ওঠে? নাকি দিনের আলোই সুরক্ষার গ্যারান্টি? এ প্রশ্ন প্রতিনিয়তই শহরের-গ্রামের অসংখ্য নারীকে ভাবায়, শোনায়, এবং জীবনের বাস্তবতাকে ছুঁয়ে যায়। সাম্প্রতিক বছরগুলোতে দেশে নারীর ওপর অকথ্য অত্যাচার, যৌন হেনস্থা ও ধর্ষণের ঘটনা ক্রমাগত বেড়েছে। পণ প্রথার নৃশংস পরিণতিও নতুন করে আলোচনায় এসেছে। এরই মাঝে প্রকাশ্যে এসেছে এক গুরুত্বপূর্ণ বার্ষিক প্রতিবেদন, যা পরিস্থিতিকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করছে।
শহরের ৪০% নারী নিরাপত্তাহীন (National Crime Records Bureau)
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, নারী ২০২৫ (NARI 2025) তাদের বার্ষিক রিপোর্টে বলেছে— ভারতের শহরাঞ্চলের প্রায় ৪০ শতাংশ নারী তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দেশের ৩১টি শহরের ১২,৭৭০ জন মহিলার অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে এই সমীক্ষা করা হয়। তালিকায় আছে কলকাতা, দিল্লি, রাঁচি, শ্রীনগর, ফরিদাবাদ সহ একাধিক শহর।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ৭ শতাংশ মহিলা জানিয়েছেন তাঁরা কোনও না কোনও সময় যৌন হয়রানির শিকার হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত বয়সসীমা ১৮ থেকে ২৪ বছর— মূলত ছাত্রী ও তরুণ কর্মজীবী মহিলারা। এঁদের অভিযোগ অনুযায়ী, রাস্তায় কটূক্তি, অশ্লীল মন্তব্য, অবাঞ্ছিত স্পর্শ এবং পরিবহনে ভিড়ের সুযোগ নিয়ে হয়রানি— এ ধরনের ঘটনাই সবচেয়ে বেশি।

সরকারি তথ্যের বাইরে আরও ভয়ঙ্কর চিত্র (National Crime Records Bureau)
২০২২ সালের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো ( (National Crime Records Bureau))-এর তথ্যের তুলনায় এই রিপোর্ট অনেক বেশি কঠোর বাস্তব তুলে ধরে। এনসিআরবি অনুযায়ী সরকারি নথিভুক্ত অপরাধের তুলনায় নারীরা বাস্তবে যে পরিমাণ অত্যাচার বা হয়রানির শিকার হন, তা প্রায় ১০০ গুণ বেশি।
শুধু তাই নয়, NARI 2025 রিপোর্টে এমন অসংখ্য অভিজ্ঞতা উঠে এসেছে যা সরকারি খাতায় কোনওদিন নথিভুক্ত হয়নি। বহু যুবতী বা কিশোরী সমাজের চাপ ও ভয়ের কারণে অভিযোগ দায়ের করেন না। এই সমীক্ষায় অংশ নেওয়া মহিলাদের মধ্যে মাত্র ২২ শতাংশ তাঁদের অভিজ্ঞতা আনুষ্ঠানিকভাবে অভিযোগ আকারে নথিভুক্ত করেছেন।
কর্মক্ষেত্রে অজ্ঞতা ও আইনি সুরক্ষা (National Crime Records Bureau)
অন্যদিকে, রিপোর্ট বলছে, প্রায় ৫৩ শতাংশ নারী জানেনই না তাঁদের কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে বাধ্যতামূলক POSH নীতি আছে কি না। এই অজ্ঞতা ও সচেতনতার ঘাটতি কর্মক্ষেত্রে তাঁদের আরও ঝুঁকির মধ্যে ফেলছে।
কোন শহরগুলোকে সবচেয়ে নিরাপদ! (National Crime Records Bureau)
মহিলাদের অভিজ্ঞতা অনুসারে, মুম্বাই এখনও দেশের অন্যতম নিরাপদ শহর হিসেবে বিবেচিত হয়েছে। তার সঙ্গে নাম আছে কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক এবং ইটানগরের।
আরও পড়ুন: Language: বলা ও লেখার ভাষা গুলিয়ে ফেলছেন না তো ?

বিশেষজ্ঞদের মতামত (National Crime Records Bureau)
এই রিপোর্টটি তৈরি করেছে পিভ্যালু অ্যানালিটিক্স এবং প্রকাশ করেছে গ্রুপ অব ইন্টেলেকচুয়ালস অ্যান্ড একাডেমিকস (GIA)। দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর এই রিপোর্ট প্রকাশ করেন। তিনি বলেন—
“এই পর্যবেক্ষণ দেশের শহরাঞ্চলে মহিলাদের নিরাপত্তা উদ্বেগ বোঝার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে দিয়েছে। জাতীয় মহিলা কমিশনের অগ্রাধিকার হচ্ছে প্রতিটি নারী যাতে বাড়ি, কর্মক্ষেত্র, জনসমাজ ও অনলাইন— সর্বত্র নিরাপদ বোধ করেন।”