ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সদ্য সন্তোষ জয়ী বাংলা দলের সদস্যদের আর্থিক পুরস্কার, সংবর্ধনার পাশাপাশি সরকারি চাকরি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার আসন্ন ন্যাশনাল গেমসে পদকজয়ীদের (National games BOA) সরকারি চাকরি এবং আর্থিক পুরস্কার দেওয়ার কথা আগাম ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
আগামী ২৮ শে জানুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত ৩৮ তম ন্যাশনাল গেমসের আসর বসছে উত্তরাখন্ডের দেরাদুনে। বাংলা থেকে ১১৮ জন পুরুষ, ১৯৪ জন মহিলা অ্যাথলিট সহ কোচ ও অফিসিয়ালস মিলিয়ে ৩৮৮ জনের প্রতিনিধি দল অংশ নিচ্ছে ন্যাশনাল গেমসে। গেমসে সোনার পদক জয়ীদের (National games BOA) ৩ লক্ষ টাকা আর্থিক পুরস্কার এবং পুলিশের সাব ইন্সপেক্টর অথবা ইউডি অ্যাসিস্ট্যান্টের চাকরি দেওয়া হবে। রুপোজয়ীরা পাবেন ২ লক্ষ টাকা এবং পুলিশের অ্যাসিস্ট্যান্ট এসআই অথবা এলডি অ্যাসিস্ট্যান্টের চাকরি।
আরও পড়ুন: https://tribetv.in/tennis-star-novak-djokovic-retires-hurt-from-semi-final/
আরও পড়ুন: https://tribetv.in/suman-barman-in-kho-kho-world-cup-winner-team/
ব্রোঞ্জ জয়ীরা পাবেন নগদ ১ লক্ষ টাকা এবং পুলিশের কনস্টেবল এবং গ্রুপ ডি’র চাকরি। পদক জয়ের সম্ভাবনা তৈরি হলেই রাজ্য সরকারের আধিকারিক পৌঁছে যাবেন দেরাদুনে। পদক জয়ীদের নিয়োগের প্রক্রিয়া সেখানেই সম্পন্ন করা হবে। শুক্রবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন ক্রীড়া দফতরের প্রিল্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী। খেলোয়াড়দের জন্য রাজ্য সরকারের দেওয়া জার্সি সহ অন্যান্য কিটসেরও আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হল (National games BOA) । গতবার ১৮ নম্বরে শেষ করেছিলো বাংলা। এবার আরও পদক আসার পাশাপাশি ফলও ভালো হবে বলে আশাবাদী বাংলা দলের সেফ দ্য মিশন বিশ্বরূপ দে সহ সকলে।