ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা(Naushad Siddiqui against Shaukat Mollah) দায়ের করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি। জানা যায় প্রকাশ্য মঞ্চ থেকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে একাধিকবার আক্রমণ করেছিলেন শওকত মোল্লা। তাই এবার আদালতের দ্বারস্থ হলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি(Naushad Siddiqui against Shaukat Mollah)।
প্রকাশ্যে মঞ্চে বারবার আক্রমণ সিদ্দিকীকে (Naushad Siddiqui against Shaukat Mollah)
শওকত মোল্লার বিরুদ্ধে নওসাদ অভিযোগ করেন যে, শওকত সম্প্রতি নওশাদকে ‘জঙ্গি’বলে আক্রমণ করেছিলেন(Naushad Siddiqui against Shaukat Mollah)। এবং এর আগেও বহুবার বহুভাবে কটূকথায় আক্রমণ করা হয় তাঁকে। এমনকি গত লোকসভা ভোটে সিদ্দিকীকে নিশানা করে আক্রমণ করেছেন আরাবুল ইসলামও। ভাঙড় এবং ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার বেশ কিছু প্রকাশ্য মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে জঙ্গি বলে কটাক্ষ করেছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সামাজিক মাধ্যমেও সেই বক্তব্য ছড়িয়ে যেতে দেখা গেছে বহুবার।
আরও পড়ুন:BJP MLA: সদস্য সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে BJP বিধায়ক, তুমুল বচসা বাঁকুড়ায়
ভাঙ্গড়ে বিবাদ লেগেই থাকে দুই নেতার (Naushad Siddiqui against Shaukat Mollah)
২০২১ সালে সংযুক্ত মোর্চার একমাত্র প্রার্থী হিসেবে ভাঙড় বিধানসভায় জয়ী হন আইএসএফ প্রার্থী নওশাদ। শওকতকে ভাঙ্গড় বিধানসভার দেখভালের দায়িত্ব দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তারপর থেকেই নওশাদ বনাম শওকতের লড়াই এবং একে অপরকে আক্রমণ করতে দেখা গেছে সবসময়। তবে এ বার তাঁদের লড়াই পৌঁছল একেবারে আদালত পর্যন্ত(Naushad Siddiqui against Shaukat Mollah)।
ব্যাঙ্কশাল কোর্টে মামলা করেন নওসাদ
বুধবার শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যাঙ্কশাল কোর্টে মামলা রুজু করেন নওসাদ(Naushad Siddiqui against Shaukat Mollah)। তৃণমূল বিধায়ক শওকত যাতে এই ধরনের কুরুচিকর মন্তব্য আর না করেন, সেইজন্য এই মামলা করেছেন সিদ্দিকী বলে জানা গিয়েছে। তাঁকে প্রকাশ্য মঞ্চে জঙ্গি বলে আক্রমণ করলে অত্যন্ত অপমান বোধ করেন তিনি। এবং বাধ্য হন আদালতে মামলা করতে।
আরও পড়ুন:Suvendu Adhikari: আলিপুর চিড়িয়াখানায় বেআইনি ব্যবসা, শুভেন্দুদের মিছিলের অনুমতি আদালতের
কী বললেন নওশাদ সিদ্দিকী?
এই বিষয়ে নওশাদ সিদ্দিকী জানান, “আমি কোর্টের কাছ থেকে জানতে চাইছি। কোর্ট আমাকে সার্টিফিকেট দিয়ে জানাক, আমি জঙ্গি কিনা। এভাবে প্রকাশ্য মঞ্চ থেকে আমার বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করছেন তাতে আমি যথেষ্ট অপমানিত। নওশাদের কৌঁসুলি ইয়াসিন রহমান শওকত মোল্লার এমন মন্তব্য সম্পূর্ণ ‘ভিত্তিহীন’বলে জানান। কৌঁসুলি বলেন,”এই ধরনের মন্তব্য শুধু একজন ব্যক্তির সম্মানহানি করে না, বরং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাকে দুর্বল করে।”
আইনি লড়াই লরবেন শওকত
এই মামলার বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন,”বিগত পঞ্চায়েত ভোটের নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর উপরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। পুলিশকে খুন করার চেষ্টা হয়েছিল, তাতে জঙ্গি বলাতে কোনও অন্যায় নেই। আইনি লড়াই চলবে।”