ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা সিরিয়াল ছেড়ে তবে কি হিন্দি সিরিয়ালে নায়ক হতে চলেছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)? কারণ বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন বারংবার শোনা যাচ্ছে (Neel-Trina)। এই মুহূর্তে টলিপাড়া ছেড়ে মুম্বাই ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন, তা জানা গেছে অভিনেতার সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে। আপাতত দুই শহরে বাস করছেন নীল ও তৃণা। গুঞ্জন বলছে, তাঁদের মধ্যে বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে। টলিউড ইন্ডাস্ট্রিতে নীল ও তৃণা (Neel Bhattacharya -Trina Saha) দুজনই জনপ্রিয় মুখ। এখন নীল রয়েছেন মুম্বইতে (Mumbai)। আর তৃণা রয়েছে কলকাতায়। আর যত গুঞ্জন এখানে। তাঁরা কেন আলাদা আলাদা শহরে রয়েছেন? তবে কি তাঁদের বিচ্ছেদ হতে চলেছে? আলাদাই বা আছেন কেন? অনুরাগীদের মধ্যে রয়েছে এমনই নানা প্রশ্ন।
দেখা যাবে নতুন ভাবে (Neel-Trina)
মে মাসের শুরুতে নীল মুম্বাই (Mumbai) যাত্রা করেন। সে খবর সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছিলেন (Neel-Trina)। বিমানবন্দরের কিছু ভিডিও শেয়ার করে নেন। এসব কিছুই দেখে দর্শক ভেবে নিয়েছিল, অভিনেতা নতুন করে জার্নি শুরু করতে চলেছেন। তবে অভিনেতা কি কারণে মুম্বাইতে যাচ্ছেন কিংবা সেখানে কি কাজ করবেন , সেসব নিয়ে কিছু বলেননি। শোনা গেছে, তিনি নাচ শিখছেন ও অভিনয়ের ওয়ার্কশপ করছেন। তবে এই মুহূর্তে কোনও হিন্দি সিরিয়ালে যোগ দিচ্ছেন কিনা তা স্পষ্ট নয়। তবে তিনি অনেক কিছুই শিখছেন। হাতে প্রায় কয়েক মাস সময় নিয়ে গেছেন। আগামী দিনে হয়ত দর্শক অভিনেতা নীলকে নতুন ভাবে দেখতে পাবেন।
ব্যস্ত তৃণা (Neel-Trina)
অপরদিকে টলিউডে (Tollywood) ব্যস্ত রয়েছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। তাঁর অভিনয়ও দর্শকদের কাছে খুবই জনপ্রিয় (Neel-Trina)। এই মুহূর্তে তিনি ‘পরশুরাম আজকে নায়ক’ ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকটি অল্প কয়েকদিনের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। টিআরপির প্রথম সারিতে রয়েছে ধারাবাহিকটি। অর্থাৎ তিনি কলকাতাতেই রয়েছেন, আর কাজ নিয়ে ব্যস্ত আছেন। তিনি নীলের সাথে মুম্বাইতে পাড়ি দেননি।
আরও পড়ুন: Yash-Nusrat: বাস্তবেও যশ-নুসরতের মধ্যে আড়ি! ভাঙছে সম্পর্ক?
গুঞ্জনের কারণ
ইতিমধ্যে টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে বিচ্ছেদের সুর বেজে গেছে। যেহেতু তাঁরা আলাদা আলাদা শহরে রয়েছে, হয়ত সেই কারণেই এত গুঞ্জন। এর আগেও তাঁদের বিচ্ছেদ নিয়ে বহু জল্পনা কল্পনা হয়ে গিয়েছে। তবে বর্তমানে আলাদা থাকার কারণে এই জুটিকে নিয়ে জল্পনা আবার উঠে এসেছে। যদিও এসবই নিছক গুঞ্জন মাত্র। দুজনেই নিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন। আর এসব গুঞ্জনকে পাত্তাই দেননি এই জুটি। আপাতত দুজনেই মন দিয়ে কাজ করে যেতে চান। আর তাঁদের কাজ যেহেতু আলাদা আলাদা শহরে, তাই তাঁরা আলাদা থাকছেন। তৃণা এবং নীলের সম্পর্ক যে কতটা স্ট্রং তা বহুবার প্রমাণ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: Sudip Sarkar: সদ্য বাবাকে হারিয়ে ফ্লোরে সুদীপ, ঘুরছেন ছদ্মবেশে! ছুটি পাননি?
এমনটা প্রথম নয়
অভিনেতা নীল ভট্টাচার্য টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি মুম্বাইতে কাজের সূত্রে গেছেন। এমনটা এই প্রথম নয়, এর আগেও বহু অভিনেতাকে মুম্বাইতে পাড়ি দিতে দেখা গেছে। তাঁদের মধ্যে অন্যতম ঋষি কৌশিক (Rishi Kaushik), অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty), কুশল আহুজা (Krushal Ahuja), দেবচন্দিমা সিংহ রায় (Debchandrima Singha Ray), অভিকা মালাকার (Abhika Malakar) সহ অনেকে। এবার হয়ত নীলকে দেখা যেতে পারে মুম্বাই ইন্ডাস্ট্রিতে।