ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়ের পর কাজে ফিরেছেন শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) এবং রুবেল দাস (Rubel Das)। দু’জনেই এখন কাজ নিয়ে ভীষণ ব্যস্ত (Neem Phooler Madhu)। বিয়ের পর রুবেলের নতুন জীবন কেমন কাটছে? সম্প্রতি ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালের সেটে পৌঁছে গিয়েছিল ট্রাইব টিভির ক্যামেরা। প্রচুর না জানা কথা শেয়ার করলেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) এবং রুবেল দাস। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে অনিন্দ্যকে।
সেলিব্রেশন মুডে রুবেল (Neem Phooler Madhu)
কেক কেটে বিরিয়ানি খেয়ে সম্প্রতি ৮০০ পর্বের সেলিব্রেশন হয়েছে ‘নিম ফুলের মধু’র সেটে (Neem Phooler Madhu)। এখন খাওয়া দাওয়ার মধ্যেই রুবেল আছেন। সেই আইবুড়ো ভাত থেকে শুরু করে বিয়ের পর্ব, তারপরে কয়েকটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণও ছিল। তারপর ‘নিম ফুলের মধু’র সেটে এত বড় সেলিব্রেশন । যদিও তার মধ্যে জিমে যাচ্ছেন।
সিরিয়ালের সেট মানেই পরিবার (Neem Phooler Madhu)
সিরিয়ালের সেট মানেই গোটা একটু পরিবার (Neem Phooler Madhu)। অনিন্দ্য রীতিমত হেসেই বললেন, “আমি রিয়েল লাইফে এবং রিল লাইফে হবু শ্বশুরের বিয়ে দেখলাম। তাও আবার এক মাসের মধ্যে। এটাই তো মজা। এই জন্যই তো সিরিয়াল করা। এইজন্য তো সিনেমা আর ওটিটির সেটের থেকে সিরিয়ালের সেট একটু আলাদা”। অনিন্দ্যর বক্তব্য, সিরিয়াল তাঁর জীবনে আগাগোড়াই ছিল। সিরিয়াল করতে করতেই, বাকি অন্যান্য কাজ তিনি করেছেন। সিরিয়ালের সেটটাই এমন। এত বছর ধরে কাজ করার পর, নতুন করে আর বন্ধুত্ব করার দরকার পড়ে না। ওটা থাকেই”।
আরও পড়ুন: R G Kar: আরজি কর কাণ্ড এবার টিভির পর্দায়, ‘পুলিশ ফাইলস’ এ আসছে নতুন গল্প
অপরদিকে রুবেলের কথায়, ” সেই বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে কোনও আলাদা করে এফোর্ট দিতে হয় না। মেকআপ রুমে এমন একটা বন্ড হয়ে যায় যে, আমরা একসাথে একই ফ্যামিলিতে একই জায়গায় কাজ করছি। সেই বন্ধুত্বটা তখন ভেতর থেকে চলে আসে। তারপর একসাথে কফি বানানো থেকে খাবার অর্ডার করা, সবটাই হয়”। অনিন্দ্যর কথায়, এগুলো শুধু নিম ফুলের মধুতে নয়, প্রত্যেকটা সিরিয়ালের সেটেই এমনটা হয়।
ধারাবাহিকতার সাথে মানিয়ে নেওয়া
গল্প যত এগোচ্ছে, দারুণ টানটান উত্তেজনা আসছে। এক্ষেত্রে শুটিংয়ের ফাঁকে ফাঁকা কতটা সময় পান? এক্ষেত্রে রুবেলের কথায়, ফাঁকা সময় বের করে নিতে হয়। ধারাবাহিকের ধারাবাহিকতা যেমন ভাবে চলবে, সেটার সাথে মানিয়ে নিতে হবে। রুবেলের সাথে একই ভাবে সহমত অনিন্দ্য। তাঁরও একই কথা, নিজের সময় নিজেকে বার করে নিতে হবে।
আরও পড়ুন: Lata Mangeshkar: সঙ্গীত-জগতে অবিস্মরণীয় ‘সুরসম্রাজ্ঞী’, স্মরণে-মননে লতা মঙ্গেশকর
নতুন জীবনে কাজের চাপ
রুবেল এখন নতুন জীবন কীভাবে গোছাচ্ছেন ? রুবেলের কথায়, “প্রথম থেকেই আমার জীবন অনেকটা গোছানই ছিল। বিয়ের পর আলাদা করে সেভাবে কিছু গোছাতে হচ্ছে না। কাজের চাপটা একটু রয়েছে। কারণ বিয়ের সময় দীর্ঘদিন একটা ছুটির ব্যাপার ছিল। আর এই চাপটা বেড়েছে দুজনের ক্ষেত্রেই। শ্বেতার ক্ষেত্রেও একই চাপ”।