Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডায়মন্ড লিগের ফাইনালে সবার স্বপ্ন ছিল তার হাত ধরে সোনা আসুক। কিন্তু সেই স্বপ্ন অধরাই থাকলো (Neeraj Chopra)।
শিরোপা অধরা ভারতের ‘সোনার’ ছেলের (Neeraj Chopra)
আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে জুরিখের ডায়মন্ড লিগ ফাইনালে নেমেছিলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া। তার সাথে সবাই স্বপ্ন দেখতে শুরু করেছিল আবারও নীরজ চোপড়ার হাত ধরেই সোনা আসতে চলেছে ভারতের। কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশ নীরজ চোপড়া নিজেও (Neeraj Chopra)।
জ্যাভলিন থ্রোয়িং-এ সর্বাধিক ৮৫.০১ মিটার ছুড়ে জুরিখের ডায়মন্ড লিগ ফাইনালে রানার্স হলেন তিনি। দু’বার অলিম্পিকে পদক জয়ী নীরজ চোপড়ার সামনে সুযোগ ছিল ডায়মন্ড লিগ কিন্তু তাকে সন্তুষ্ট থাকতে হলো দ্বিতীয় হয়েই। তাকে বড় চ্যালেঞ্জর মুখে ফেলে দেয় সেখানকার আবহওয়া। বৃষ্টিপাতের সাথে ছিল ঝড়ের সম্ভাবনা আর এমন আবহাওয়ায় জ্যাভলিন থ্রো যথেষ্ট কঠিন।
জার্মান প্রতিযোগী প্রথম থ্রোতেই ৯১.৩৭ মিটার পার করেন। সেখানে নীরজের অনেকটাই পিছিয়ে শুরু। প্রথম থ্রো ৮৪.৩৫ মিটারের বেশি অতিক্রম করেনি। সেই সময় থেকেই আশঙ্কা সৃষ্টি হয় সবার মধ্যে কারণ ভারতীয় অ্যাথলিটের কেরিয়ারের সর্বোচ্চ থ্রো ৯০.২৩ মিটার (Neeraj Chopra)।

দ্বিতীয় প্রচেষ্টাতেও ওয়েবার আরেকটি ৯০ প্লাস থ্রো করতে সক্ষম হয়। এই থ্রো’কে ভর করে জার্মান থ্রোয়ার আরও কিছুটা এগিয়ে যান। দ্বিতীয় থ্রোয়ে ৯১.৫১ মিটার রেকর্ড করে আপাতত স্ট্যান্ডিংয়ে শীর্ষে পৌঁছন। অন্যদিকে, দ্বিতীয় প্রচেষ্টায় হতাশ করে নীরজ ছোড়েন মাত্র ৮২ মিটার।
আরও পড়ুন : ICC ODI Rankings: প্রথম দশে নেই কোনও অজি তারকা, তালিকায় দাপট ভারতীয় ব্যাটারদের
তৃতীয় রাউন্ডে ওয়েবার এবং নীরজ দু’জনেই ফাউল করে বসেন। পরের রাউন্ডেও একই ভাবে ডিসকোয়ালিফাই হয়ে যান ভারতীয় তারকা। ওয়েবার এবার ছোড়েন ৮৩.৬৬ মিটার। অন্যদিকে ওয়েল্যান্ড, আন্দ্রিয়ান মারদারে, জুলিয়াস, পিটার্স ছোড়েন যথাক্রমে ৭১.০৬ মিটার, ৭৫.৯৪ মিটার, ৭৯.৩২ মিটার ও ৭৯.২ মিটার। সব শেষে দেখা যায় নীরজ রয়েছেন তৃতীয় স্থানেই (Neeraj Chopra)।
সবাই প্রায় ধরেই নিয়েছিল তৃতীয় হয়েই শেষ করবেন খেলা। কিন্তু খেলা তখনও বাকি ছিল, নীরজ চূড়ান্ত থ্রোয়ে ৮৫ মিটার দূরত্ব পার করেন। ফলে তিনি ওয়েবারের পরে দ্বিতীয় স্থানে শেষ করেন। খেলা শেষে নীরজকে দেখে বোঝা যায় নিজের পারফরম্যান্সে তিনি নিজেও হতাশ। শুরুটা ভাল না হলেও তিনি ফিরছেন দ্বিতীয় স্থান দখল করে (Neeraj Chopra)।