ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে খবর(Nepal Earthquake), শুক্রবার ভোররাত ২টো ৩৬ মিনিটে কেঁপে ওঠে নেপাল। হিমালয় অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়েছে। বিহারের পাটনা, মুজফ্ফরপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ভূকম্পন অনুভূত হয়েছে।
উৎসস্থল সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড (Nepal Earthquake)
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। কম্পনের উৎসস্থল নেপালের(Nepal Earthquake) বাগমতী প্রদেশের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভারতের ন্যাশনাল সেন্টার অফ সেসমিলজি সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। জার্মান এবং মার্কিন সংস্থাগুলির তথ্য অনুযায়ী কম্পনের মাত্রা যথাক্রমে ৫.৬ এবং ৫.৫ রিখটার স্কেল।

আরও পড়ুন: International Radio Biology Conference: দিল্লিতে শুরু আন্তর্জাতিক রেডিও বায়োলজি সম্মেলন
কম্পন ৩৫ সেকেন্ড ধরে (Nepal Earthquake)
৬.১ মাত্রার ভূমিকম্পকে শক্তিশালী বলেই ধরা যায়। এই মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থলে বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। বিল্ডিং কাঁপতে পারে, ফাটলও দেখা দিতে পারে। তবে শুক্রবারের এই ভূমিকম্পের প্রকৃত প্রভাব এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। পাটনায় ভূমিকম্পের সময় তোলা বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিল্ডিং ও সিলিং ফ্যান কাঁপছে। এক এক্স (আগে টুইটার ছিল) ব্যবহারকারী জানান, ‘ভূমিকম্পের কম্পন ৩৫ সেকেন্ড ধরে চলেছে।’