Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেপালে দুর্নীতি এবং ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের প্রতিবাদে যুবসমাজের নেতৃত্বে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে (Nepal Gen Z Protest)। সোমবার কাঠমান্ডুর সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং আড়াইশোর বেশি আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।
সোশ্যাল মিডিয়া থেকে রাস্তায় নামলেন তরুণরা(Nepal Gen Z Protest)
প্রথমে অনলাইনে শুরু হলেও, আন্দোলন দ্রুত রাস্তায় ছড়িয়ে পড়ে(Nepal Gen Z Protest)। হাজার হাজার তরুণ স্কুল-কলেজের পোশাকে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ মিছিলে যোগ দেন। তাঁদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল— “Shut down corruption and not social media”, “Unban social media”, “Youths against corruption”। সংসদ ভবনের দিকে এগোতে গিয়ে তাঁরা পুলিশি ব্যারিকেড ভেঙে ফেলে এবং সীমিত এলাকা ভেদ করে প্রবেশ করে। পুলিশ টিয়ার গ্যাস, জলকামান এবং পরে গুলি চালিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
আন্দোলনে সব বয়সের মানুষের অংশগ্রহণ(Nepal Gen Z Protest)
এক প্রত্যক্ষদর্শী সুহানা জানান, আন্দোলন কেবল তরুণ প্রজন্মের নয়; মিলেনিয়াল এবং বয়স্ক প্রজন্মও যুক্ত হয়েছেন(Nepal Gen Z Protest)। তাঁর কথায়, “এটা আসলে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ— দুর্নীতি, অব্যবস্থা ও জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে।” ফলে আন্দোলন এখন কেবল সোশ্যাল মিডিয়া নয়, বরং বৃহত্তর নাগরিক অধিকারের দাবিতে রূপ নিচ্ছে।

আরও পড়ুন : Calcutta High Court : ‘দ্য বেঙ্গল ফাইলস’ চলচ্চিত্র নিয়ে মামলায় তথ্যের অভাবে মামলা খারিজ হাইকোর্টের
মানবাধিকার কমিশনের নিন্দা ও সেনা মোতায়েন(Nepal Gen Z Protest)
বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি চালানোর ঘটনায় নেপাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তীব্র নিন্দা জানিয়েছে। কমিশনের বক্তব্য, অতিরিক্ত বলপ্রয়োগে এত মানুষের প্রাণহানি মানবাধিকারের চরম লঙ্ঘন। ইতিমধ্যেই রাজধানীতে সেনা নামানো হয়েছে। ভারত সীমান্তের ভৈরহাওয়া এলাকাতেও কারফিউ ঘোষণা করা হয়েছে।
সরকারের অবস্থান (Nepal Gen Z Protest)
প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি (K P Sharma Oli) সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সিদ্ধান্তের সপক্ষে বক্তব্য রেখে বলেন, “জাতীয় স্বাধীনতা, মর্যাদা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সরকার কোনও ছাড় দেবে না(Nepal Gen Z Protest)।” তাঁর দাবি, বিদেশি সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে সরকারের কাছে নিবন্ধন করতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়েও কোনও বড় প্ল্যাটফর্ম তা করেনি। ফলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন : Israel Hamas Conflict : হামাসকে “শেষ সতর্কবার্তা” দিল তেল আভিভ!
ডিজিটাল প্রজন্মের আন্দোলন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি ও শাসনব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ এত দিন চাপা থাকলেও সরকারের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা সেটিকে বিস্ফোরণের মুখে নিয়ে এসেছে(Nepal Gen Z Protest)। ডিজিটাল প্ল্যাটফর্মে অভ্যস্ত তরুণ সমাজ ফোন ও ইন্টারনেট ব্ল্যাকআউট সত্ত্বেও বিকল্প মাধ্যমে সংগঠিত হয়ে রাস্তায় নেমে পড়েছে। এর মধ্য দিয়ে নেপালের রাজনৈতিক অঙ্গনে নতুন ধরনের এক ‘ডিজিটাল বিপ্লব’-এর সূচনা হয়েছে।