Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : নেপালে টানা কয়েকদিনের অস্থিরতা ও সহিংসতার পর এখন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা চলছে(Nepal Gen Z Protest)। রাজধানী কাঠমাণ্ডু উপত্যকায় অশান্তি শুরু হওয়ায় একাধিক পুলিশ স্টেশন ও পোস্ট ফের চালু হয়েছে। নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা আবারও রাস্তায় টহল দিচ্ছেন। তবে সেনাবাহিনী এখনও কড়া বিধিনিষেধ জারি রেখেছে, ফলে গণপরিবহন বন্ধ থাকলেও বাজার আংশিকভাবে খুলতে দেওয়া হয়েছে। এই অশান্তির মধ্যেও কৈলাশ মানস সরোবর যাত্রা অব্যাহত রয়েছে তীর্থযাত্রীদের।
তামিলনাড়ুর একদল তীর্থযাত্রী কৈলাশ মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে নেপাল হয়ে তিব্বতের পথে রওনা দিয়েছেন। প্রাথমিকভাবে নিরাপত্তার কারণে তাঁদের রূপাইডিহা সীমান্তে আটকানো হলেও পরবর্তীতে নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর অনুমোদন মেলায় যাত্রা অব্যাহত রাখা সম্ভব হয়েছে।
সাংবিধানিক কাঠামো মানার ওপর জোর (Nepal Gen Z Protest)
শুক্রবার এক যৌথ বিবৃতিতে প্রতিনিধি পরিষদের স্পিকার দেবরাজ ঘিমিরে এবং জাতীয় পরিষদের চেয়ারম্যান নারায়ণ দাহাল স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের বর্তমান সংকটের সমাধান অবশ্যই বিদ্যমান সংবিধানের ভেতরেই খুঁজতে হবে(Nepal Gen Z Protest)। তাঁরা বলেছেন, রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল জনগণের সার্বভৌমত্ব, নাগরিক স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থেকে উদ্যোগ নিচ্ছেন। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে বিক্ষোভকারীদের দাবি শোনার আহ্বান জানিয়ে তাঁরা গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রশ্নে দ্বন্দ্ব(Nepal Gen Z Protest)
এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের প্রশ্নে নেপালে রাজনৈতিক টানাপড়েন অব্যাহত(Nepal Gen Z Protest)। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং কিছু Gen Z বিক্ষোভকারীও এ সমর্থন জানিয়েছে। তবে সংবিধান অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতিদের রাজনৈতিক বা সাংবিধানিক পদে আসীন হওয়া নিষিদ্ধ। রাষ্ট্রপতি পাওডেল ইতিমধ্যেই সংবিধানের বাইরে কোনো সমাধান মানতে রাজি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন। তাঁর অবস্থানকে সমর্থন করছে নেপালি কংগ্রেস, সিপিএন (ইউএমএল), মাওবাদী কেন্দ্র ও মধেশভিত্তিক দলগুলোও। এর ফলে সংসদই আবারও আলোচনার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে ওলির জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

আরও পড়ুন :Coast Guard Global Summit : রোমে চতুর্থ কোস্ট গার্ড গ্লোবাল সামিটে যোগ দিচ্ছে ভারত
বিক্ষোভে নিহতদের স্মরণে প্রজ্বলিত মোমবাতি(Nepal Gen Z Protest)
সাম্প্রতিক বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৩৪ জনকে স্মরণে কাঠমাণ্ডুর টিইউ টিচিং হাসপাতালের প্রাঙ্গণে বৃহস্পতিবার মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিহতদের পরিবারের সদস্য ও সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
ভিসা ও বিদেশি নাগরিকদের সহায়তা(Nepal Gen Z Protest)
বিদেশি নাগরিকদের জন্য নেপাল সরকার (K P Sharma Oli) বিশেষ ব্যবস্থা নিয়েছে(Nepal Gen Z Protest)। যারা ৮ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ভিসা হাতে রেখেছেন, তাঁরা অতিরিক্ত ফি ছাড়াই ভিসা নবায়ন ও প্রস্থান অনুমতি পাবেন। যাদের পাসপোর্ট বিক্ষোভে হারিয়ে গেছে, তাঁদের জরুরি ভ্রমণ নথিতে ভিসা স্থানান্তরের সুযোগ দেওয়া হচ্ছে। ফলে আটকে পড়া পর্যটকদের দেশে ফেরার পথে আর কোনো বাধা থাকবে না।
আরও পড়ুন : Brahmos Missile : ফিলিপিন্সে পৌঁছাতে চলেছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের শেষ ব্যাচ
তীর্থযাত্রীদের যাত্রা অব্যাহত
অস্থিরতার মধ্যেও তামিলনাড়ুর একদল তীর্থযাত্রী কৈলাশ মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে নেপাল হয়ে তিব্বতের পথে রওনা দিয়েছেন। প্রাথমিকভাবে নিরাপত্তার কারণে তাঁদের রূপাইডিহা সীমান্তে আটকানো হলেও পরবর্তীতে নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর অনুমোদন মেলায় যাত্রা অব্যাহত রাখা সম্ভব হয়েছে।